বিহারের সারণে ঘটে যাওয়া মহিলা নির্যাতনের পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশের সাম্প্রতিক ঘটনা দাবিতে ভাইরাল  

False Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও যেখানে এক মহিলাকে কয়েকজন যুবক মিলে উত্তক্ত করছে। মহিলার সাথে অশালীন আচরনের এই ভিডিওটিকে উত্তরপ্রদেশের দাবি করে শেয়ার করা হচ্ছে। সাথে এও দাবি করা হয়েছে যে, হয়রানির শিকার মহিলা ও বাইক চালক সম্পর্কে স্বামী- স্ত্রী এবং তারা নিচু জাতির অন্তর্ভুক্ত। এই যুগল উচ্চবর্ণের এলাকা দিয়ে যাওয়ার জন্য উচ্চ বর্ণের লোকজন তাদের হয়রানি করেছিল। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”স্তন ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করে দেওয়ার ফতোয়া আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে । উচ্চবর্ণের এলাকা দিয়ে যাতায়াতের পথে দলিত হরিজন সম্প্রদায়ের স্বামী স্ত্রী সেটাই অনুভব করলো । ভিডিও ও শব্দ গুলো বন্ধ না করেই  পোষ্ট করলাম , আমার সোনার বাংলার মা , বোনেরা ক্ষমা করবেন। শুভেন্দু, সুকান্ত, দিলীপ, মিঠুন এরা কি সোনার বাংলাকে উত্তরপ্রদেশ মডেল করতে চায় জানতে চায় আপামর বাঙালি।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওর ঘটনাটি উত্তরপ্রদেশ নয় বিহারের। এই ঘটনা ২০২১ সালে সেপ্টেম্বর মাসে বিহারের সারণ জেলার দরিয়াপুর এলেকায় ঘটেছিলো। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিও কেন্দ্রিক ‘লাইভ হিন্দুস্তান’-এর সংবাদ উপস্থাপন পেয়ে যায়। ৬ অক্টোবর,২০২১, তারিখে আপলোড করা এই ভিডিও উপস্থাপন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের সারণ জেলার ছাপরার দরিয়াপুর এলাকায়। ঘটনাটি ঘটেছিলো ২৭ সেপ্টেম্বরে। ঘটনার কয়েকদিন পর ভিডিওটি সামাজিক মাধ্যম,সংবাদ মাধ্যম মারফত ভাইরাল হওয়ার পর পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ছয় জনকে গ্রেফতার করে। যে মোবাইলে এই ভিডিও রেকর্ড করা হয়েছিল সেতিও জব্দ করে পুলিশ। 

উপস্থাপনে সারনের এসপি সন্তোষ কুমার বলেন, ভুক্তভোগী মহিলা বা তার পরিবারের তরফ থেকে এখনও কোন রকম অভিযোগ না দায়ের করাই ভুক্তভোগী নারী ও পুরুষকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। 

ABP Bihar, Punjab Kesari Bihar-এর সংবাদ উপস্থাপন থেকেও জানা যায়, মহিলার সাথে দুর্ব্যবহারের এই ঘটনাটি ২০২১ সালের বিহারের সারণ জেলার দরিয়াপুর থানা এলাকায় ঘটেছিলো। ঘটনার সাথে যুক্ত ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 

দৈনিক ভাস্কর-এর প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিত মহিলা তাঁর এক পুরুষ বন্ধুর সঙ্গে বাইকে করে আমনৌর বাজার থেকে নিজ বাড়ির পথে ফিরছিলেন। লক্ষ্মণ চক সংলগ্ন একটি ফাঁকা ও নির্জন স্থানে, কিছু ব্যক্তি তাদের দু’জনকে একান্ত মুহূর্তে দেখতে পায়। এরপর তারা উসকানিমূলকভাবে আচরণ করতে শুরু করে এবং মহিলার সঙ্গে অশালীন ব্যবহার ছিল।    

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উত্তরপ্রদেশে উচ্চবর্ণের এলাকা দিয়ে নিম্নবর্ণের এক স্বামী-স্ত্রী যুগলের যাতায়াতকালে মহিলার সঙ্গে দুর্ব্যবহারের যে দাবি করা হয়েছে, তা মিথ্যা। আসলে ভিডিওটি উত্তরপ্রদেশের নয়, এটি ২০২১ সালে বিহারের সারণ জেলায় ঘটে যাওয়া একটি লজ্জাজনক ঘটনার। সেই পুরোনো ভিডিওটিকে মনগড়া ক্যাপশনসহ শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বিহারের সারণে ঘটে যাওয়া মহিলা নির্যাতনের পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশের সাম্প্রতিক ঘটনা দাবিতে ভাইরাল

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *