না, ভিডিওটি মেরঠ হত্যাকাণ্ডের অভিযুক্ত মুসকান রাস্তোগির নয় 

False Social

সম্প্রতি উত্তর প্রদেশের মেরঠে ২৯ বছর বয়সী যুবক সৌরভকে হত্যা করে তার মৃতদেহ একটি ড্রামে সিমেন্ট দিয়ে সিল করে রাখা হয়। পুলিশ তদন্তে জানায়, সৌরভের স্ত্রী মুসকান রস্তোগি এই হত্যাকাণ্ডটি নিজের প্রেমিক সাহিল শুক্লার সাথে মিলে পরিকল্পিতভাবে ঘটিয়েছে। তারপর তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে একজন মেয়েকে কালো ড্রেসে বলিউড গান ‘মেরে রশক-এ-কামর’ গানটির উপর নাচ করছেন। ভিডিওটির উপরে মৃত সৌরভ এবং অভিযুক্ত মুসকান এর ছবি দেখা যাচ্ছে। ভিডিওর এই মেয়েকে মুসকান রস্তোগি বলে দাবি করা হচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে একজন ফেসবুক ইউজার লিখেছেন,”স্বামী সৌরভকে খুন করার পর মুসকান ডাইনির আনন্দে আত্মহারা হয়ে নৃত্য পাঁচতারা হোটেলে। নারী স্বাধীনতা ঠিক জায়গায় গেছে কি বলেন?।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। হরিয়ানার নৃত্যশিল্পী পলক সৈনির নাচের ভিডিওকে মেরঠের মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত মুস্কান রাস্তোগি দাবি করে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, মহিলার নাচের হুবহু এই ভিডিওটি ‘palaksaini143” নামক ইনস্টাগ্রাম প্রোফাইলে পেয়ে যায়।ভিডিওটি ১৮ মার্চ, ২০২৫ তারিখে পোস্ট করা হয়েছে। এই পোস্টের কমেন্ট সেকশনে বেশ কয়েকজন জানিয়েছেন এই মহিলা মুসকান রাস্তোগি নন। 

তার ইন্সতা প্রোফাইলে থাকা ফেসবুক প্রোফাইলের লিঙ্কের মাধ্যমে তার ফেসবুক প্রোফাইলটিও পাওয়া যায়। তার সামাজিক মাধ্যম প্রোফাইলে তার নাচের অনেক ভিডিও পাওয়া। উপলব্ধ তথ্য অনুযায়ী, পলক সৈনি একজন মডেল এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাতা। তিনি হরিয়ানার সনিপাতের খরখোদার বাসিন্দা। তিনি সংবাদ মাধ্যম ‘সোনিপাত নিউজ লাইভ’-এর একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে লেখা হয়েছে,”সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে সৌরভ এবং মুসকানের ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করা হয়েছে। তবে, ভিডিওটি তদন্ত করার পর জানা গেছে যে, নাচ করা মেয়েটি সৌরভ রাজপুতের স্ত্রী মুসকান রস্তোগী নয় বরং হরিয়ানার পলক সৈনি।“ 

অপরপক্ষে, স্ত্রী মুসকান স্বামী সৌরভকে ১৯ মার্চে হত্যা করেছিল।  অর্থাৎ, ফেসবুক উস্তের সংশ্লিষ্ট ভিডিওটি হত্যাকাণ্ডের আগে থেকে ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, মেরঠের মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত মুস্কান রাস্তোগি দাবি করে শেয়ার করা নাচের ভিডিওর মহিলা হরিয়ানা নৃত্যশিল্পী পলক সৈনি। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ‘মেরে রশক-এ-কামর’ গানে নাচ করা মহিলা মুসকান নয়। তিনি হরিয়ানার একজন নৃত্যশিল্পী এবং ডিজিটাল কন্টেন্ট নির্মাতা পলক সৈনি। 

Avatar

Title:না, ভিডিওটি মেরঠ হত্যাকাণ্ডের অভিযুক্ত মুসকান রাস্তোগির নয়

Fact Check By: Nasim Akhtar  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *