ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন, প্রতিবাদ মিছিল প্রদর্শিত হচ্ছে। কোথাও কোথাও এই প্রদর্শন হিংসাত্মক রুপও ধারণ করেছে। তার মধ্যে এক হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এলাকা। এই প্রদর্শনের আগুনকে আটকাতে ধুলিয়ান থেকে কালিয়াচক এলাকায় নেট পরিষেবা বন্ধ করেছিল প্রশাসন। এই প্রেক্ষিতে সাধারন মানুষের ভিড়ের একটি ভিডিও যেখানে তাদের ভাঙচুর করতে দেখা যাচ্ছে শেয়ার করে সেটিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভিডিও বলে দাবি করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দাঙ্গায় কারা ভাঙচুর করছে, আপনারা নিজের চোখে দেখুন। বড় বড় মিডিয়া চ্যানেল গুলো এখন এগুলো দেখাবে না!”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। উত্তরপ্রদেশের আগ্রায় কার্নি সেনা সমর্থকদের ভিড় কর্তৃক উৎপাত করার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, সংশ্লিষ্ট ভিডিও সম্বলিত ‘দৈনিক ভাস্কর’-এর একটি সংবাদ উপস্থাপন পাওয়া যায়। উপস্থাপন অনুযায়ী, ভিডিওটি উত্তরপ্রদেশের আগ্রার। ১২ এপ্রিল,২০২৫, তারিখে আগ্রায় যোদ্ধা ‘রানা সাঙ্গা’র জয়ন্তি উদযাপন করতে একজুট হয়েছিল কার্নি সেনা সমর্থকরা। জয়ন্তি সভা শেষে সমর্থকদের ভিড় সমাজবাদী পার্টির সাংসদ রামজি লাল সুমান-এর বাড়ির দিকে রওনা হচ্ছিল। সেই সময় গেরুয়া উত্তরীয় পরিহিত, হাতে তলোয়ার নেওয়া সমর্থকদের ভিড় জাতীয় সড়ক অবরোধ, পুলিশের ব্যারিকেড ভাঙচুর করে। ভিডিওটি সেখানকার।
২১ মার্চে রাজ্যসভায় সাংসদ রামজি লাল সুমন বলেছিলেন, রাজপুত রাজা রানা সাঙ্গা একজন ‘বিশ্বাসঘাতক’ ছিলেন এবং তিনি মুঘল শাসক বাবরের বড় শত্রু ছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে উথাল পাথাল শুরু হয়। বিশেষ করে ক্ষত্রীয় সমাজ, কার্নি সেনা সমর্থকরা উত্তেজিত হয়ে সাংসদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারপর, ১২ এপ্রিলে রানা সাঙ্গার জয়ন্তি পালনের দিনে প্রশাসন নিরাপত্তা ব্যাবস্থা বাড়িয়েছিলেন। এমনকি, সাংসদের বাড়ি, বাড়ির সামনে সেনা মোতায়েন করেছিলেন।
সংবাদ মাধ্যম দি ইন্ডিয়া ডেইলি, নিউজ১৮ হিন্দির প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি উত্তরপ্রদেশের আগ্রার।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উত্তরপ্রদেশের আগ্রায় যোদ্ধা ‘রানা সাঙ্গা’কে নিয়ে সাংসদ রামজি লাল সুমন কর্তৃক করা আপত্তিজনক মন্তব্যের জেরে কার্নি সেনা সমর্থকদের দ্বারা ভাংচুরের ভিডিওকে অয়াকফ বিলের বিরোধিতা নিয়ে মুর্শিদাবাদে তৈরি অশান্তিকর পরিবেশের প্রেক্ষিতে শেয়ার করা হচ্ছে।

Title:মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দাঙ্গার ভিডিও? না, ভিডিওটি উত্তরপ্রদেশের আগ্রার
Fact Check By: Nasim AkhtarResult: False