বিমানবন্দরে গরবা নাচের ভাইরাল ভিডিওটি বর্তমান এয়ারলাইন্সের চলমান সংকটের সঙ্গে সম্পর্কহীন 

Misleading Social

এয়ার ইন্ডিগোর সাম্প্রতিক বহু ফ্লাইট বাতিল ও মারাত্মক দেরির কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। আর এই প্রেক্ষিতেই বিমানবন্দরে জাত্রিদের গারবা নাচের একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, গোয়া বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিলের পর যাত্রীরা হতাশা ভুলে আনন্দে গরবা নাচে মেতে উঠেছেন। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ইন্ডিগোর একটি ফ্লাইট ডিলে হওয়ার ফলে গোয়া বিমানবন্দরে একটি অনন্য দৃশ্য দেখা গেছে; passengers-র মধ্যে একটি গর্ভা নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ খবরে নড়াচড়া ও হাসির মুহূর্ত থাকলেও, বিমানবন্দরের কার্যক্রম ও অপারেশনাল প্রক্রিয়াগুলো স্বাভাবিক রাখা হয়। এই ভিডিওর মাধ্যমে নেটিজনদের মাঝে ফ্লাইট ডিলের প্রভাব এবং মানুষের সৃজনশীলতা—উভয়ই আলোচিত হচ্ছে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি বিমানবন্দরে গরবা নাচের ভাইরাল ভিডিওটি পুরোনো এবং বর্তমান ইন্ডিগো ফ্লাইট বাতিলের সঙ্গে সম্পর্কহীন। এটি চলতি বছরের সেপ্টেম্বর মাসের ভিডিও। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওর দৃশ্য সম্বলিত বেশ কিছু সংবাদ প্রতিবেদন পেয়ে পেয়ে যায়। ইন্ডিয়া টিভি, এনডি টিভি-এর ৩০ সেপ্টেম্বর,২০২৫, তারিখের প্রতিবেদন অনুযায়ী,”গোয়া বিমানবন্দরে একটি দীর্ঘ ফ্লাইট বিলম্ব অপ্রত্যাশিতভাবে পরিণত হল আনন্দোৎসবে, যখন সুরাটের একদল যাত্রী টার্মিনালে হঠাৎ করেই গরবা নাচে মাতলেন। যে অপেক্ষা বিরক্তিকর হতে পারত, তা আনন্দ, হাসি আর নাচে ভরে উঠল। সুরাটগামী ইন্ডিগো ফ্লাইটটি বিকেল ৫টায় উড়াল দেওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা দেরি হয়। বিরক্ত হওয়ার বদলে যাত্রীরা সবার মন ভালো করতে গুজরাটি সঙ্গীত চালিয়ে গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য গরবা নাচতে শুরু করেন।“ 

প্রতিবেদন আর্কাইভ 

বিজনেস টুডে, টাইমস নাও, দৈনিক ভাস্কর-এর ৩০ সেপ্টেম্বর,২০২৫, তারিখের ভিডিও উপস্থাপন থেকেও একই তথ্য জানা যায়। 

উপরোক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিওটি পুরোনো এবং ইন্ডিগোর বর্তমান সমস্যার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিমানবন্দরে গরবা নাচের ভাইরাল ভিডিওটি পুরোনো এবং বর্তমান ইন্ডিগো ফ্লাইট বাতিলের সঙ্গে সম্পর্কহীন। এটি চলতি বছরের সেপ্টেম্বর মাসের ভিডিও। 

Avatar

Title:বিমানবন্দরে গরবা নাচের ভাইরাল ভিডিওটি বর্তমান এয়ারলাইন্সের চলমান সংকটের সঙ্গে সম্পর্কহীন

Fact Check By: Nasim Akhtar  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *