
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন ছেলে ও একজন মেয়ের কোলাজ ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে স্বামী সুধীর বাবুকে কিডনি দিয়ে নতুন জীবন দিলেন স্ত্রী সুপ্রিয়া। ছবিতে দুজনকেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিতে লেখা রয়েছে,”বিবাহবার্ষিকীর উপহারে স্বামীকে কিডনি দিলেন স্ত্রী।“
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”Rn Tagore কোলকাতা হাসপাতালে স্বামী সুধীর বাবুকে কিডনি দিয়ে নতুন জীবন দিলেন স্ত্রী সুপ্রিয়া। ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই বেঁচে থাকুক আপনাদের ভালোবাসা।🙏🏻❤️।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি স্বামীকে কিডনি দানের এই ঘটনাটি কলকাতা নয় বরং মধ্যপ্রদেশের ইন্দোরের। তাছাড়া, কিডনি প্রতিস্থাপনের এই ঘটনাটি সম্প্রতি নয়, ২০১৬ সালে।
ফেসবুক পোস্ট | আর্কাইভ |
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ছবি কেন্দ্রিক দৈনিক ভাস্কর, নিউজ১৮ হিন্দি সহ বাংলাদেশের সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন গুলো অনুযায়ী, কিডনি প্রতিস্থাপনের এই ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশের ইন্দোরে। ছবির পুরুষের নাম রবি দত্ত এবং মহিলার নাম প্রভা দেবী। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। বেশ কিছু দিন থেকে রবি দত্তর কিডনির অবস্থা খারাপ থাকায় এবং পরে ডায়ালিসিস করেও যখন ভালো হয়না তখন ডাক্তার কিডনি প্রতিস্থাপনের কথা জানান রবির পরিবারকে। এমন পরিস্থিতিতে প্রথমে রবি’র মা তার ছেলেকে কিডনি দেওয়ার প্রস্তাব দেন কিন্তু বয়স বেশি হওয়ার কারণে ডাক্তাররা তা গ্রহণ করতে অস্বীকার করেন। এরপর রবি’র স্ত্রী তার কিডনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ডাক্তাররা প্রভা’র ব্লাড গ্রুপ স্বামীর সঙ্গে মিলে যাওয়ায় অপারেশনের তারিখ ঠিক হয়। কিন্তু অপারেশনের দিনই তাদের বিবাহবার্ষিকী ছিল। রবি তারিখ পরিবর্তন করতে চাইলেও, প্রভা বলেছিলেন যে এই বিশেষ দিনে অপারেশন হওয়া উচিত। ১৭তম বিবাহ বার্ষিকীতে এই প্রতিস্থাপন হয়েছিল।
প্রতিবেদন | আর্কাইভ |
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, স্বামীকে কিডনি দানের ঘটনা কলকাতা নয় বরং ২০১৬ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটেছিল।

Title:কলকাতা হাসপাতালে স্বামী সুধীর বাবুকে কিডনি দিয়ে নতুন জীবন দিলেন স্ত্রী সুপ্রিয়া? না, দাবিটি ঠিক নয়
Fact Check By: Nasim AkhtarResult: False