সম্প্রতি সোশাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ১ এপ্রিল থেকে ২০০০ টাকার উপরে UPI লেনদেনের জন্য ১.১% শুল্ক দিতে হবে। পোস্টে লেখা হয়েছে, “১ এপ্রিল থেকে UPI মানে ফোনপে, জিপে, পেটিএম এর মাধ্যমে ২০০০ টাকার উপরে লেনদেনে দিতে হবে ১.১% চার্জ।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ইন্টারচেঞ্জ চার্জ নামের নতুন শুল্ক শুধুমাত্র PPI মার্চেন্ট লেনদেনের (Merchant Transaction) জন্য প্রযোজ্য এবং সাধারণ UPI লেনদেনের জন্য কোন চার্জ নেই।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

আমরা প্রথমেই সরকারি তথ্য যাচাই টুইটার হ্যান্ডেল PIB Fact Check থেকে এই দাবি সংক্রান্ত কোনও টুইট করা হয়েছে কিনা খুঁজে দেখতে গিয়েই ভাইরাল এই দাবি খণ্ডন করে কয়েকটি টুইট পোস্ট পাওয়া যায়। “১ এপ্রিল থেকে ২০০০ টাকার উপর UPI লেনদেনের জন্য ১.১% শুল্ক”- এই খবর মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এবং সেরকমই কিছু প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে দাবিটিকে বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে, “সাধারণ UPI লেনদেনে কোনো চার্জ নেই।”

এই বিভ্রান্তিকর দাবি ভাইরাল হলে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক একটি টুইট করে দাবিটিকে মিথ্যে বলে জানায়। সেই টুইটে লেখা হয়েছে, “ইন্টারচেঞ্জ চার্জ এবং ওয়ালেট ইন্টারঅপারেবিলিটির NPCI সার্কুলার সম্পর্কে, কোনো গ্রাহক #UPI থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা PPI/Paytm Wallet থেকে পেমেন্ট করার জন্য কোনো চার্জ দিতে হবে না। দয়া করে ভুল তথ্য ছড়াবেন না। #মোবাইল পেমেন্ট আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।”

Embed: https://twitter.com/PaytmBank/status/1640949778749206528

UPI তে অংশগ্রহণকারী সংস্থাদের অনলাইন লেনদেন রাউটিং, প্রক্রিয়াকরণ এবং নিষ্পত্তি পরিষেবা প্রদানকারি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) একটি টুইট করে জানিয়েছেন, ইন্টারচেঞ্জ চার্জগুলি শুধুমাত্র PPI মার্চেন্ট লেনদেনের জন্য প্রযোজ্য এবং গ্রাহকদের জন্য কোনও চার্জ নেই এবং যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিত্তিক UPI পেমেন্টের জন্য কোনও চার্জ নেই।

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI পেমেন্ট সংক্রান্ত কোনও চার্জে কোনও পরিবর্তন নেই। যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থপ্রদান করার জন্য UPI গ্রাহক এবং ব্যবসায়ীদের জন্য বিনামূল্যের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন করা হয়নি।

এই বিভ্রান্তির উৎপত্তি?

ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) একটি সার্কুলার জারি করেছেন যেখানে বলা হয়েছে একটি ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ককে ২০০০ টাকার বেশি মার্চেন্ট লেনদেনের জন্য একটি নির্দিষ্ট মুল্য শুল্ক হিসেবে চার্জ করা হবে। এই চার্জের পরিসীমা হবে ০.৫% থেকে ১.১% অবধি। জ্বালানি জাতীয় সামগ্রীর জন্য ০.৫%, টেলিকম,ডাক অফিস, শিক্ষা এবং কৃষির সামগ্রীর জন্য ০.৭%, মিউচুয়াল ফান্ড এবং বীমা জন্য ১%, খাবারের জন্য ১.১%। এই চার্জকে ইন্টারচেঞ্জ চার্জ বলে।

আসুন উদাহরনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটি সুপার মার্কেটে গিয়ে ২৫০০ টাকার সামগ্রী ক্রয় করলেন এবং আপনি এই ২৫০০ টাকা সুপার মার্কেটের ক্যাশ কাউন্টারে লাগানো কিউআর কোডে স্ক্যান করে পে করে বেরিয়ে আসলেন। এই পেমেন্টের জন্য আপনাকে কোনও আলাদা চার্জ করা হবে না। এখন, ক্যাশ কাউন্টারে ব্যবহৃত কিউআর কোডটি ধরেন ফোনপে সংস্থার (পেটিএম, আমাজন, জিপে ইত্যাদিও হতে পারে) এবং তার সাথে যুক্ত আকাউন্টটি আক্সিস বাঙ্কের ( যে কোন ব্যাঙ্ক হতে পারে)। এই খাদ্য সামগ্রী কেনার জন্য আক্সিস ব্যাঙ্ক ফোনপে কোম্পানিকে ২৫০০ টাকার ১.১% (= ২৭.৫ টাকা, ইন্টারচেঞ্জ চার্জ) দিতে হবে। তাহলে বোঝা গেল নতুন সার্কুলারে ধার্য করা ইন্টারচেঞ্জ চার্জের হিসেবটি হবে দোকানদার ও ব্যাঙ্কের মধ্যে, আপনাকে কোন চার্জ দিতে হবে না/ করা হবে না।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ইন্টারচেঞ্জ চার্জ নামের নতুন শুল্ক শুধুমাত্র PPI মার্চেন্ট লেনদেনের (Merchant Transaction) জন্য প্রযোজ্য এবং সাধারণ UPI লেনদেনের জন্য কোন চার্জ নেই।

Avatar

Title:১ এপ্রিল থেকে ২০০০ টাকার উপরে UPI লেনদেনের জন্য ১.১% শুল্ক ? জানুন সত্যতা

Fact Check By: Nasim A

Result: False