উত্তরাখণ্ডে অবৈধ মাদ্রাসার ওপর অভিযানের একটি পুরনো ভিডিও ওয়াকফ বিলের প্রেক্ষিতে শেয়ার 

False Social

তীব্র আলোচনার পর চলতি মাসের ৪ এপ্রিলে দুই সংসদীয় ভবন থেকে পাশ হয়েছে ওয়াকফ বিল। ইতিমধ্যেই সেই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর সেই বিল আইনে পরিনত হয়েছে। এই বিলের সাংবিধানিক যোগ্যতাকে নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন হায়দেরাবাদ সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি সহ তৃনমূল সাংসদ মহুয়া মইত্র ও বেশ কয়েকজন বিরোধী সাংসদরা। 

এই সার্বিক প্রেক্ষিতে একটি ভিডিও যেখানে পুলিশের একটি দলকে কোন মাদ্রাসায় পৌঁছে সেই মাদ্রাসার পর্যবেক্ষণ করার একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইউপি যোগী সরকারের মসজিদ মাদ্রাসা তে অভিযান শুরু করে দিলো ..যারা বলছিলো ওয়াকফ বিল মুসলিমদের কোনও রকম সমস্যা হবে না ..তাহলে কেন মসজিদ ও মাদ্রাসা গুলোতে অভিযান চালানো হচ্ছে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি উত্তরপ্রদেশের নয় বরং উত্তরাখান্ডের। ভিডিওটি ওয়াকফ বিল পাশ হওয়ার আগের। এককথায়, মাদ্রাসায় পুলিশ আধিকারিদের উপস্থিতিদের এই ভিডিওটি ওয়াকফ বিলের সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একইরকমের একটি ভিডিওটি ‘Uttarakhand Time TV’ নামক ফেসবুক পেজে পাওয়া যায়। ২২ মারচ,২০২৫, তারিখে পোস্ট করা এই পোস্টের ক্যাপশন অনুযায়ী, ইহা উত্তরাখণ্ডের ভগবানেরপুর তহসিলের একটি মাদ্রাসার ভিডিও যেখানে প্রশাসন বেআইনিভাবে পরিচালিত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়েছিল। যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি ওয়াকফ বিল পাশ হওয়ার আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। 

উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘DD NEWS UTTARAKHAND’-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উপস্থাপন পেয়ে যায়। এই উপস্থাপনে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের ভিডিওতে দেখতে পাওয়া পুলিশ আধিকারিকদের দেখতে পাওয়া যাচ্ছে। এই উপস্থাপন অনুযায়ী, উত্তরাখণ্ডের হরিদ্বারে প্রশাসন অভিযান চালিয়ে অনেক অবৈধ মাদ্রাসা বন্ধ করে, যেগুলো সরকারি অনুমতি ও রেজিস্ট্রেশন ছাড়াই চলছিল। 

ইন্ডিয়া টুডে’র উপস্থাপন অনুযায়ী, উত্তরাখণ্ড সরকার অবৈধ মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযানে জোর দিয়েছিল। সন্ত্রাসে অর্থায়নের সন্দেহে ১০০-র বেশি মাদ্রাসা সিল করা হয়েছে। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছিলেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি উত্তরপ্রদেশের নয়, বরং উত্তরাখণ্ডের। ভিডিওটির ওয়াকফ বিলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

Avatar

Title:উত্তরাখণ্ডে অবৈধ মাদ্রাসার ওপর অভিযানের একটি পুরনো ভিডিও ওয়াকফ বিলের প্রেক্ষিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *