পাক নারী সংবাদ উপস্থাপকের গাজায় মানুষের মৃত্যু নিয়ে খবর পরিবেশনের ভিডিওটি অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে শেয়ার

False Social

ভারত-পাকিস্তান সংঘাতের ফলে পাকিস্তান বেশ কয়েকটি ক্ষতির সম্মুখীন হয়েছে। সামরিক দিক থেকে, সীমান্তে গোলাবারুদ ও সংঘর্ষে সৈন্য এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং আহত হওয়া ঘটেছে। অর্থনৈতিকভাবে, সামরিক খরচ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, বিদেশি বিনিয়োগ কমে গেছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া, সাধারণ জনগণের মধ্যে মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, যা দেশের সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে। এই সার্বিক প্রেক্ষিতে এক পাকিস্তানি সংবাদ উপস্থাপকের ভিডিও বেশ ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখা যাচ্ছে, আক্রমণের পর প্রাণহানির জন্য তিনি শোক প্রকাশ করছেন। কাঁপা কণ্ঠে তিনি আল্লাহর কাছে নির্দোষ প্রাণগুলোর জন্য শক্তি এবং দয়া প্রার্থনা করছেন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানি নিউজ anchor -এর অবস্থা…🤭 বার বার যখন জিহাদী জঙ্গিরা ভারত এর উপর হামলা করে নিরপরাধ মানুষ দের মারে তখন আমাদের এই ভাবেই কষ্ট হয় 😡 ইটের জবাব পাথরে হবে এই ভাবেই 💪🏻✊🏻।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি নভেম্বর ২০২৩ সালের এবং এটি “অপারেশন সিন্দূর”-এর সঙ্গে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ একটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যা ৬ এপ্রিল, ২০২৫, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওতে, মহিলা উপস্থাপক গাজার নিরীহ মানুষের মৃত্যুর খবর পরিবেশন করছেন, যারা ইসরায়েল-হামাস সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। যা থেকে স্পষ্ট হয়, ভিডিওটি সাম্প্রতিক অপারেশন সিদুর-এর সাথে সম্পর্কিত নয়। আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। 

প্রসঙ্গত, পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের পক্ষ থেকে ৮ মে তে নয় সন্ত্রাসী জায়গায় হামলা চালায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর।  

উপরোক্ত ভিডিও অনুযায়ী, এই সংবাদ উপস্থাপনাটি ‘নিউজ এক্সপ্রেস’ নামক একটি পাকিস্তানি সংবাদ মাধ্যম থেকে সম্প্রচারিত হয়েছিল। আমরা যখন এই চ্যানেলটি খুঁজে দেখি, তখন জানতে পারি যে ভারত সরকার এটিকে ভারতে নিষিদ্ধ করেছে। পহেলগাম ঘটনার পর, ভারত সরকার ১৬টি ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে নিষিদ্ধ করে। এছাড়াও, ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি অনুষ্ঠান সরিয়ে দেয়। 

উপরোক্ত তথ্য মাথায় রেখে এবং উপস্থাপকের ছবিটিকে গুগল সার্চের মাধ্যমে জানতে পারি, ভিডিওর মহিলা সংবাদ উপস্থাপকের নাম ফারওয়া ওয়াহিদ। তার ইন্সতা প্রোফাইলেও উল্লেখ করা হয়েছে, তিনি নিউজ এক্সপ্রেস সংবাদ মাধ্যমে সংবাদ উপস্থাপিকা। তার ইন্সতা প্রোফাইলে ভাইরাল সংশ্লিষ্ট ফেসবুক পোস্টকে ঘিরে দীর্ঘ সংবাদ উপস্থাপনটি খুঁজে পেয়ে যায়। ভিডিওটি ৭ নভেম্বর,২০২৩, তারিখে পোস্ট করে লিখেছেন,” আমি আমার চোখের জল এবং আবেগ ধরে রাখতে পারিনি… আমি জানি, আমরা ফিলিস্তিন (গাজা)-এর মানুষের জন্য কিছুই করতে পারি না। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, অনেকেই বেঁচে থাকার জন্য লড়াই করছে —আর এটা খুব কষ্ট দেয়। আল্লাহ করুন, এই নির্মমতা খুব শিগগিরই শেষ হোক।“ 

https://www.instagram.com/reel/CzUREOdsY40/?utm_source=ig_web_copy_link

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি নভেম্বর ২০২৩ সালের এবং এটি “অপারেশন সিন্দূর”-এর সঙ্গে সম্পর্কিত নয়। 

Avatar

Title:পাক নারী সংবাদ উপস্থাপকের গাজায় মানুষের মৃত্যু নিয়ে খবর পরিবেশনের ভিডিওটি অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *