চীনে ড্রোন আলো প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর ভাইরাল ছবিটি সম্পাদিত

Altered Political

সাত বছর পর চীন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে তিনি এসসিও সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি শি জিনপিং ও পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আর এই প্রেক্ষিতেই একটি ছবি যেখানে দেখা যাচ্ছে ড্রোন শো-এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে চীনে স্বাগতম জানানো হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”অভূতপূর্ব মনোরম দৃশ্য! এমনটাও যে সম্ভব, কেউ ভাবতে পেরেছিলো ? তাও আবার চা ওয়ালা 😍😍 হ্যাঁ এটাই আমাদের গর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজি 💖💖💖” 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ছবিটি সম্পাদিত। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই রকমের দৃশ্য সম্বলিত একটি ছবি চীন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘গ্লোবাল তাইমস-এর ফেসবুক পেজে পাওয়া যায়। ২১ এপ্রিল,২০২৫, তারিখের এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে,”চীনের দক্ষিণ-পশ্চিমের পাহাড়ঘেরা শহর চোংকিং-এ শনিবার এক ১৫ মিনিটের ড্রোন আলো প্রদর্শনী চমকপ্রদভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়, যেখানে শহরের বিখ্যাত সব নিদর্শন আকাশে আলো দিয়ে আঁকা হয়। শহরের প্রাণবন্ত আলো-সজ্জার সঙ্গে মিলিয়ে এই প্রদর্শনী রাতের আকাশকে রঙিন দৃশ্যপটের এক অপূর্ব ভোজে রূপ দেয়।“ 

চিনের সংবাদ সংস্থা Xinhua News Agency-এর একটি প্রতিবেদনেও এই ছবির উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, নৃত্যরত আকৃতি যা ১৯ এপ্রিল চীনের দক্ষিণ-পশ্চিমে চোংকিং শহরের নানআন জেলায় ড্রোন আলো প্রদর্শনীর সময় তোলা হয়েছিল। এই ড্রোন প্রদর্শনীটি শহরে প্রথমবার আয়োজন করা হয়েছিল, যেখানে চোংকিংয়ের পরিচিত সব স্থাপনাকে আলো দিয়ে আকাশে দেখানো হয়েছিল। 

প্রতিবেদনআর্কাইভ 

নীচে ফেসবুক পোস্টের ছবি ও আসল ছবির তুলনামুলক ফ্রেমটি দেওয়া হল দেখুন। যা থেকে স্পষ্ট হয় যে, ছবিটি ডিজিটাল কারুকার্যকে কাজে লাগিয়ে তৈরি করা। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ড্রোন শো-এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে চীনে স্বাগতম জানানোর ভাইরাল ছবিটি সম্পাদিত। 

Avatar

Title:চীনে ড্রোন আলো প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *