না, ভিডিওটি সৌদি আরবে দীপাবলি উদযাপনের নয় 

Misleading Social

২০ অক্টোবর পুরো ভারত জুড়ে দীপাবলি উদযাপিত হয়েছে। এই দীপাবলিতে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে একদল আতশবাজির ব্যবহার নিয়ে সমালোচনা করলেও, অন্য দল ধুমধাম করে আতশবাজি ফোটায়। এ বিষয়টি নিয়ে এখনও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে। এরই মাঝে আতশবাজির চমকানো আলোতে রাতের আকাশ সাজিয়ে তোলার একটি ভিডিও ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করা হচ্ছে যে এটি সৌদি আরবে দীপাবলি উদযাপনের দৃশ্য। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”সৌদি আরবে দীপাবলি🚩 #Diwali2025 #Diwali #facebook #dubai প্রকৃত মুসলমানরা ধুমধামের সাথে আতশবাজি ফাটাচ্ছে, অন্যদিকে বৌদ্ধ ও হিন্দু থেকে কনভার্ট হওয়া অবৈধ মুসলমানেরা ভারতে দীপাবলির আতশবাজি নিয়ে হাহাকার…।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ২০২৫ দীপাবলি উদযাপনের সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি দুবাই অয়াকার নামক ফেসবুক পেজে পাওয়া যায়। ২০২৩ সালের ৪ ডিসেম্বরে করা এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে জানানো হয় এটি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসের উদযাপনের। যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি সম্প্রতির নয় এবং ২০২৫ দিপাবলির সাথে কোন সম্পর্ক নেই। 

https://www.facebook.com/reel/3568802590055235

(আর্কাইভ)

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসকে ঈদ আল-ইত্তিহাদ বলা হয়। প্রতি বছর ২ ডিসেম্বর দিনটি উৎসবের সঙ্গে উদযাপিত হয়। ১৯৭১ সালের এই দিনে সাতটি আমিরাত এক হয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়। 

২০২৩ সালে দেশটি উদযাপন করেছিল তাদের ৫২তম জাতীয় দিবস। এই উপলক্ষে দেশজুড়ে আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোয় সাজানো হয়েছিল। সংশ্লিষ্ট ভিডিওর এক দৃশ্যে ৫২ সংখ্যাটি দেখা যায় এবং গাড়ির গায়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর ছবিও দেখা যায়। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, দুবাইয়ে ২০২৫ সালের দীপাবলি উদযাপনের দৃশ্য বলে দাবি করে শেয়ার করা ভিডিওটি আসলে ২০২৩ সালে দেশটির ৫২তম জাতীয় দিবস উদযাপনের দৃশ্য।

Avatar

Title:না, ভিডিওটি সৌদি আরবে দীপাবলি উদযাপনের নয় 

Fact Check By: Nasim A  

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *