
সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে ডাঃ কাফিল খান জেল থেকে মুক্তি পেয়েছেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কাফিল খান কয়েকজন লোককে জড়িয়ে ধরে কাঁদছেন। এর ক্যাপশনে লেখা আছে, “ডাক্তার কাফিল খান আজ মুক্তি পাওয়ার পর তার পরিবারের সাথে কান্নায় ভেংগে পরেন দেখুন সেই ভিডিওটি।“
ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবিটি ভুয়ো।
তথ্য যাচাইঃ ভিডিওটিকে কয়েকটি ফ্রেমে ভেঙে রিভার্স ইমেজ সার্চ করে আমরা দেখতে পাই এই ভিডিওটি দু’বছর আগে ৩০ মে, ২০১৮, ইউটিউবে পোস্ট করা হয়েছিল। এর থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে এই ভিডিওটি সম্প্রতির নয়।
আমার ইন্টারনেটে কাফিল খানের সম্প্রতি মুক্তি পাওয়ার কোনও খবর পাইনা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারি, তাকে মথুরা জেলে রাখা হয়েছে। আমরা ওই জেলের সিনিয়ন সুপারইন্টেনডেন্ট শৈলেন্দ্র কুমার মাথ্রের কাছ থেকে জানতে পারি যে, ২৩ জুলাই, ২০২০, অবধি জেলের আধিকারিকরা কাফিল খানের মুক্তির কোনও নির্দেশ পাননি। সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট গুলো ফেক।
ফলাফলঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। বর্তমানে তিনি মথুরা জেলেই আছেন এবং পোস্টের এই ভিডিওটি পুরনো।

Title:পুরনো ভিডিও শেয়ার করে দাবি, জেল থেকে মুক্তি পেল ডাঃ কাফিল খান
Fact Check By: Rahul AResult: False