Fact Check: প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য কোন রাজ্যে কত? জানুন বিস্তারিত

False Political

পেট্রোল-ডিজেলের পর এবার বিদ্যুৎ বিল। সম্প্রতি ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, মুম্বাই, দিল্লী এবং আরও বেশ কয়েকটি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ১০০ ইউনিট বিদ্যুৎ প্রতি বেশি টাকা নেয় সরকার। ছবির ওপরের দিকে লেখা রয়েছে, “আপনি জানেন কি? পশ্চিমবঙ্গে “১০০” ইউনিট বিদ্যুৎ এর মুল্য ৭১২ টাকা।“ একদম নিচে লেখা রয়েছে, “বিদ্যুৎ এর মাশুল কমাতে অবিলম্বে গর্জে উঠুন।“

গ্রাফিক্সের মাঝে বিভিন্ন রাজ্যের প্রতি ১০০ ইউনিট বিদ্যুৎ মূল্যের একটি তালিকা দেওয়া রয়েছ। নিচে তালিকাটি দেওয়া হল। 

ঝাড়খণ্ড – ১৭৫ টাকাবিহার – ৩১৭ টাকা 
মুম্বাই – ২২০ টাকা তামিলনাড়ু – ৩৫০ টাকা 
দিল্লী – ২৪৫ টাকা উড়িষ্যা – ৪৪৫ টাকা 
কেরালা – ৩১৫ টাকাহিমাচল প্রদেশ – ৪৭০ টাকা

এর আগে একই রকম একটি ভুয়ো গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হয়েছিল, পেট্রোলের ওপর কেন্দ্রের তুলনায় পশ্চিমবঙ্গ সরকার বেশি কর নেয়। তথ্য যাচাই করে আমরা প্রমাণ করি ওই দাবি ভুল। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং ভিত্তিহীন। ভাইরাল ছবিতে দেওয়া বিভিন্ন রাজ্যের প্রতি ১০০ ইউনিট বিদ্যুৎ মূল্যের তালিকাটি সঠিক নয়। 

ফেসবুক পোস্টআর্কাইভ
ফেসবুক পোস্টআর্কাইভ
ফেসবুক পোস্টআর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে পশ্চিমবঙ্গ সহ ছবিতে দেওয়া প্রতিটি রাজ্যের সরকার নির্ধারিত বিদ্যুৎ মূল্য খুঁজে বের করি। এখানে বলে রাখা ভালো, ১ kWh = ১ ইউনিট বিদ্যুৎ। 

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ প্রেরণ কোম্পানি (ডব্লিউবিএসইটিসিএল)-এর ওয়েবসাইটে বিদ্যুৎ মূল্যের একটি ট্যারিফ চার্ট খুঁজে পাই। 

পাঠকের সুবিধার জন্য নিচে একটি সহজ তালিকা বানিয়ে দেওয়া হল। 

ইউনিটগ্রামাঞ্চল মূল্য (টাকা/ইউনিট)শুহুরে মূল্য (টাকা/ইউনিট)
০-১০২৫.২৬৫.৩৭
১০৩-১৮০ ৫.৮৬৫.৯৭ 
১৮১-৩০০ ৬.৭৩৬.৯৭ 
৩০১-৬০০৭.২৩৭.৩১
৬০১-৯০০ ৭.৩২ ৭.৫৮ 
৯০০+ ৮.৯৯ ৮.৯৯ 


বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (১ নং পাতা)

এর থেকে প্রমাণিত হয় পশ্চিমবঙ্গে ১০০ উইনিটের মূল্য ৭১২ টাকার দাবিটি বিভ্রান্তিকর। অন্যন্য পরিষেবা চার্জ ছাড়া প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের বিল ৫২৬ টাকা থেকে ৮৯৯ টাকা হতে পারে। 

ঝাড়খণ্ড

ঝাড়খণ্ড সরকারের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকদের প্রতি মাসে ৭৫ টাকা সহ ইউনিট প্রতি ৪.২৫ টাকা দিতে হয়। অর্থাৎ, পরিষেবা চার্জ ছাড়া ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য দাড়ায় ৪২৫ টাকা (+৭৫ টাকা)।

বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (১১৩ নং পাতা)

মুম্বাই

মহারাষ্ট্র সরকারের বিদ্যুৎ সংস্থা মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ প্রেরণ কোম্পানি লিমিটেড (এমএসইডিসিএল)– এর ট্যারিফ নিচে দেওয়া হল। প্রত্যেক গ্রাহককে ১০২ টাকা দিতে হয়। সঙ্গে রয়েছে বিদ্যুতের সঞ্চালন মূল্য ১.৩৮ টাকা। এরপর ০-১০০ ইউনিট ব্যবহারে প্রতি ইউনিট ৩.৪৪ টাকা, ১০১-৩০০ অবধি প্রতি ইউনিট ৭.৩৪ টাকা, ৩০১-৫০০ পর্যন্ত প্রতি ইউনিট ১০.৩৬ টাকা এবং ৫০০-এর বেশি ব্যবহার করতে উইনিত প্রতি ১১.৮২ টাকা করে দিতে হয়। অর্থাৎ, অন্যান্য চার্জ ছাড়া মহারাষ্ট্রে ১০০ ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩৪৪ টাকা থেকে ১১৮২ টাকা পর্যন্ত হতে পারে। 

বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (১৫ নং পাতা)

তামিলনাড়ু

তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কর্পোরেশন লিমিটেড ওয়েবসাইটে রাজ্যের বিদ্যুৎ মূল্যের ট্যারিফ খুঁজে পাই। নিচে মূল্য তালিকার স্ক্রিনশট দেওয়া হল। 

বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (১ নং পাতা)

নিচে বিদ্যুৎ মূল্যের তালিকাটিকে সহজ ভাবে দেওয়া হল। 

ইউনিটপরিষেবা চার্জ (গ্রাহক প্রতি)ইউনিট চার্জ (টাকা/ইউনিট)
০-১০০ফ্রীফ্রী
১০১-২০০২০ ১.৫ 
২০১-৫০০৩০২ (১০১-২০০)
৩ (২০১-৫০০)
৫০০+ ৫০৩.৫ (১০১-২০০)৪.৬ (২০১-৫০০)৬.৬০ (৫০১ +)

অর্থাৎ, তামিলনাড়ুতে অন্যান্য পরিষেবা চার্জ ছাড়া প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য ১৫০ টাকা থেকে ৬৬০ টাকা পর্যন্ত হতে পারে। 

বিহার

বিহার বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের ওয়েবসাইট থেকে ইউনিট মূল্যের ট্যারিফ খুঁজে বের করি। দেখতে পাওয়া যায়, অন্যান্য পরিষেবা চার্জ ছাড়া প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৬১০ টাকা থেকে ৭৪০ টাকা পর্যন্ত হতে পারে।  

বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (৩৭৫ নং পাতা)

দিল্লী  

দিল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের ওয়েবসাইটে ওই রাজ্যের ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য তালিকা খুঁজে বের করি। দেখা যায়, দিল্লীতে অন্যান্য পরিষেবা চার্জ ছাড়া প্রতি ১০০ ইউনিট বিদ্যুৎ প্রতি গ্রাহকদের ৩০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত দিতে হয়।

 বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (৩৬৩ নং পাতা)

উড়িষ্যা

উড়িষ্যা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিদ্যুতের দামের তালিকার অনুসন্ধান পাওয়া যায়। 

নিচে এই তালিকাটিকে সহজ ভাবে দেওয়া হল।

ইউনিটমূল্য (টাকা/ইউনিট)
০-৫০
৫১-২০০৪.৮
২০১-৪০০৫.৮
৪০০ +৬.২


বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (১৪৬ নং পাতা)

বিদ্যুৎ মূল্যের এই তালিকায় স্পষ্ট দেখা যায় অন্যান্য পরিষেবা চার্জ ছাড়া উড়িষ্যায় প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৩০০ টাকা থেকে ৬২০ টাকা অবধি হতে পারে। 

কেরালা 

কেরালা রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের ওয়েবসাইট থেকে এই রাজ্যের মূল্য তালিকা খুঁজে বের করি। কেরালায় পরিষেবা চার্জ তিনটি পর্যায়ে নির্ধারিত করা হয়। গ্রাহকের ব্যবহারের ওপর ভিত্তি করে এই মূল্য ধার্য করা হয়। 

তালিকায় হিসেব জটিল ভাবে দেওয়া হয়েছে। পাঠকদের সুবিধার্থে নিচে সহজ করে লেখা হল।

ইউনিটপরিষেবা চার্জ (টাকা/গ্রাহক) ১-৩ পর্যায়মূল্য (টাকা/ইউনিট)
০-৫০৩৫-৯০৩.১৫
৫১-১০০৪৫-৯০৩.৭০
১০১-১৫০৫৫-১০০৪.৮০
১৫১-২০০৭০-১৩০৬.৪০
২০১-২৫০৮০-১০০৭.৬০
০-৩০০১০০-১১০৫.৮০
০-৩৫০১১০-১১০৬.৬০
০-৪০০১২০-১২০৬.৯০
০-৫০০১৩০-১৩০৭.১০
৫০০+১৫০-১৫০৭.৯০

 
বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (২৭৪ নং পাতা)

এই তালিকায় দেখা যাচ্ছে গ্রাহকের ব্যবহারের ওপর ভিত্তি করে পরিষেবা চার্জ ছাড়া কেরালায় প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৩১৫ টাকা থেকে ৭৯০ টাকা অবধি পৌঁছতে পারে। 

হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের ওয়েবসাইটে দেওয়া বিদ্যুৎ মূল্যের ট্যারিফ থেকে জানতে পারি, এই রাজ্যে পরিষেবা চার্জ ছাড়া প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের দাম ৩৩০ টাকা থেকে ৫৪৫ টাকা হতে পারে। 

 বিদ্যুৎ মূল্যের ট্যারিফ (২ নং পাতা)

সমস্ত প্রমাণ ও তথ্য থেকে স্পষ্টভাবে বলা যায় পোস্টে দাবি করা দামের তালিকা একেবারেই ভুয়ো। বিভিন্ন রাজ্যে প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের আসল মূল্য এবং ভাইরাল ছবির দামের তালিকার একটি তুলনা নিচে দেওয়া হল। 

রাজ্যবিদ্যুতের আসল মূল্য (টাকা/১০০ ইউনিট)ভাইরাল ছবির মূল্য (টাকা/১০০ ইউনিট)
পশ্চিমবঙ্গ৫২৬-৮৯৯৭১২
ঝাড়খণ্ড৪২৫১৭৫ 
মুম্বাই৩৪৪-১১৮২২২০
দিল্লী৩০০-৮০০২৪৫
কেরালা৩১৫-৭৯০৩১৫
বিহার৬১০-৭৪০৩১৭ 
তামিলনাড়ু ১৫০-৬৬০৩৫০
উড়িষ্যা ৩০০-৬২০৪৪৫
হিমাচল প্রদেশ৩৩০-৫৪৫৪৭০


*ওপরের মূল্য তালিকায় পরিষেবা চার্জ ধরা হয়নি  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ভাইরাল ছবিতে দেওয়া বিভিন্ন রাজ্যের প্রতি ১০০ ইউনিট বিদ্যুৎ মূল্যের তালিকাটি সঠিক নয়।

Avatar

Title:প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য কোন রাজ্যে কত? জানুন বিস্তারিত

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *