
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জম্মু কাশ্মীরে পাথরবাজদের উপর গুলি চালালো ভারতীয় সৈন্য। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যাক্তি দৌড়াতে দৌড়াতে নির্দিষ্ট একদিকে কিছু একটা ছুড়ে দিল এবং কিছুক্ষন পরেই সেই ব্যাক্তি সহ পাশের জন বিস্ফোরণের শিকার হয়।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ নতুন ভারত জন্মু কাশ্মীরে পাথরবাজরা সেনাবাহিনীর উপর পাথর ছুড়লো….,,, সেনারা ছুড়লো গুলি 💥।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ডিনামাইটের বিস্ফোরণে আহত বলিভিয়ার ভিডিওকে জম্মু কাশ্মীরের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, খুব সহজেই এই ভিডিওর আসল উৎস পেয়ে যায়।
Revista BOLIVIA নামের ইউটিউবে চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক উপস্থাপনটি ৯ আগস্ট,২০২২, তারিখে আপলোড করা হয়েছে এবং শীর্ষকে লেখা হয়েছে ডিনামাইটের আঘাতে হাত হারায় কোকা চাষী। উপস্থাপন অনুযায়ী ঘটনাটি বলিভিয়ার।
এই ভিডিওর স্ক্রিনশট যুক্ত স্প্যানিশ সংবাদমাধ্যম অনুসারে, ভিডিওটি বলিভিয়ার লা পাজ-এ কোকা চাষকারী ও পুলিশ সংঘর্ষের। কোকা চাষকারী কৃষক পুলিশকে কেন্দ্র করে ডিনামাইট ছোড়ার পরেও তার হাতে একটি ডিনামাইট অবশিষ্ট ছিল। এই অবশিষ্ট ডিনামাইটটি তার হাতেই বিস্ফোরিত হয়ে গুরুতরভাবে আহত হয়েছে।

বলিভিয়ার সংবাদমাধ্যম লা রাজন-এর টুইটার হান্ডেল থেকেও এই ঘটনার স্ক্রিনশট পোস্ট করে এটিকে বলিভিয়ার ঘটনা বলে জানিয়েছে।
তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় ভাইরাল ভিডিওটি জম্মু কাশ্মীরে ভারতীয় সৈন্যদের সাথে সম্পর্কিত নয়। আসলে ভিডিওটি বলিভিয়ার। সেখানের কোকা চাষকারীর নিজের হাতে থাকা ডিনামাইটে আহত হওয়ার ভিডিওকে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ডিনামাইটের বিস্ফোরণে আহত বলিভিয়ার ভিডিওকে জম্মু কাশ্মীরের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

Title:ডিনামাইটের বিস্ফোরণে আহত বলিভিয়ার ভিডিওকে জম্মু কাশ্মীরের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False