
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করাব হচ্ছে, টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মেলবোর্ন স্টেডিয়াম পিচ পরিবর্তন করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন লোক একটি স্টেডিয়ামে পিচ বসানোর চেষ্টা করছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিমানে করে পিচ এনে পিচ লাগানো হচ্ছে সৌজন্যে:- খেলা আর খেলা।”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুল এবং বিভ্রান্তিকারি। অস্ট্রেলিয়ার কার্দেনিয়া পার্কে বিমানে করে পিচ এন বসানোর ছবিকে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফল থেকে জানতে পারি এটি অস্ট্রেলিয়ার কার্দেনিয়া স্টেডিয়ামে ড্রাই পিচ বসানোর ছবি। কার্দেনিয়া পার্ক স্টেডিয়ামের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পিচ বসানোর মোট চারটি ছবি দেওয়া রয়েছে যার মধ্যে ভাইরাল ছবিটিও রয়েছে। টুইটের ক্যাপশনে লেখা রয়েছে, “আইসিসি মেনস টি২০ বিশ্বকাপের জন্য পিচ চলে এসেছে। গ্রিন অপশনের টিমকে ধন্যবাদ মাঠকে ম্যাচের জন্য প্রস্তুত করার জন্য।
The cricket pitches have been dropped in for the ICC Men’s T20 World Cup 🏏
— Kardinia Park (@kardinia_park) September 30, 2022
Thanks to the team at Green Options for getting the ground ready 🙌 pic.twitter.com/zi0HLJy86N
কার্দেনিয়া পার্ক স্টেডিয়ামের ফেসবুক পেজ থেকেও এই একই পোস্ট করা।
প্লেনে করে অন্য যায়গা থেকে পিচগুলিকে পোর্টেবল পিচ বলা হয়। রিপোর্ট অনুযায়ী ২০০০ সাল থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম পোর্টেবল পিচ বসানো হয়।
এর থেকে স্পষ্ট হয়ে যায় এর সাথে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কোনও সম্পর্ক নেই। আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে। আগামী ২২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে আইসিসি টি২০ বিশ্বকাপ। মোট ১২টি দল একে অপরে সাথে লড়বে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। অস্ট্রেলিয়ার কার্দেনিয়া পার্কে বিমানে করে পিচ এন বসানোর ছবিকে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ভাইরাল করা হচ্ছে।

Title:ভারত-পাকিস্তান ম্যাচের আগে মেলবোর্নে পিচ বসানোর খবরটি বিভ্রান্তিকর
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context