
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি সেটিকে বাগেশ্বর ধামের পুরোহিত আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর কুস্তি লড়াইয়ের ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে এক যুবককে জাফরন রঙের ধুতি পরে কুস্তি লড়ায় করতে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “বাগেশ্বর ধামের পুরোহিত, পন্ডিত শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী জি শুধু মঞ্চ থেকেই নয়, কুস্তিতেও বলিউডের চলচ্চিত্রের কুস্তিগীর এবং মাদকাসক্তদের চেয়ে ভালো, বাবার এই রূপ দেখে মন খুশিতে ভোরে গেলো 🔥💪🚩।”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পাকিস্তানি কুস্তিগীর গুলাম হুসেইন পাঠান কুস্তির ভিডিওকে পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিওর মতই একটি ভিডিও ’সচল টিভি’ নামের এক ইউটিউব চ্যানেলে পাই। ভিডিওটি ২০২০ সালের ৭ মার্চ তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে, “গুলাম হুসেইন পাঠান বিপজ্জনক এনকাউন্টার।“
এই সুত্র ধরে ’সচল টিভি’ নামের এই চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখতে শুরু করি। ফলে, দেখতে পাই এই চ্যানেলে পাকিস্তানি কুস্তীগিরের আরও অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করণটি ২০২০ সালের ৬ নভেম্বর তারিখে আপলোড করে কুস্তিগীরকে গোলাম হোসেন পাঠান বলে চিহ্নিত করেছেন। ১ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ২ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও ক্লিপ ভাইরাল ভিডিওর অংশ।
এই সুত্র ধরে ইউটিউবে ’গোলাম হোসেন পাঠান’ বলে সার্চ করলে। এই কুস্তীগিরের কয়েকটি সাংবাদিক সাক্ষাৎকারের ভিডিও পাওয়া যায়। এই সাক্ষাৎকার গুলোতে ভাইরাল এই ফেসবুক পোস্টের যুবককে দেখা যাচ্ছে। উপস্থাপন গুলোতে যুবককে পাকিস্তানি কুস্তীগির ’গোলাম হোসেন পাঠান’ বলে উল্লেখ করেছেন। কম বয়সেই বড়ো বড়ো কুস্তীগিরকে পরাস্ত করে পাকিস্তানে বেশ পরিচিতি হয়েছেন ’গোলাম হোসেন পাঠান’।
কুস্তীগির গুলাম হুসেইন পাঠান নিজস্ব ফেসবুক পেজ সহ ইউটিউব চ্যানেল পাওয়া যায়। যেখানে তার কুস্তীগিরির অনেক ভিডিও আপলোড করা হয়েছে।

নীচে গোলাম হোসেন পাঠান এবং আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ছবির তুলনামূলক ফ্রেম দেখুনঃ

উপরিউক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল ফেসবুক পোস্টে দেখতে পাওয়া কুস্তীগির আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নয় বরং পাকিস্তানের কুস্তীগির গুলাম হুসেইন পাঠান।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পাকিস্তানি কুস্তিগীর গুলাম হুসেইন পাঠান কুস্তির ভিডিওকে পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:পাকিস্তানি কুস্তিগীর গুলাম হুসেইন পাঠানের কুস্তির ভিডিও পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর নামে ভাইরাল
Fact Check By: Nasim AkhtarResult: False