
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুই যুবকের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের চুল দাড়ি কাটার সময় এইডস ভাইরাস যুক্ত ব্লেড ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয় মসজিদের তরফ থেকে এবং তার জন্য নাপিতদের অর্থ প্রদানও করা হয়। পোস্টের ছবিতে দুজন যুবককে দেখতে পাওয়া যাচ্ছে এবং তাদেরকে ধরে দাড়িয়ে আছেন দুইজন লোক যাদের মধ্যে একজন পুলিশের ড্রেসে রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “****ব্রেকিং নিউজ… মুম্বাই নাপিত জিহাদ**** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ একজন মোল্লা পুলিশের কাছে স্বীকার করেছেন যে মসজিদে নাপিত জিহাদের জন্য অর্থ পাওয়া যায়। যেখানে হিন্দুদের এইডসের ব্লেড দিয়ে সামান্য ছেদ মারতে শেখানো হয়। এবং অভ্যন্তরীণ যুদ্ধের জন্য আরও বেশি সংখ্যক ছেলেদের প্রস্তুত করা হচ্ছে। সমস্ত কাছের লোকদের বলতে হবে যে শুধুমাত্র একজন হিন্দু নাপিতকে বাঁচানো এবং কাটা করা উচিত।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ক্রেডিট কার্ড চুরি ও জালিয়াতির অভিযোগে ধৃত দুই অভিযুক্তের পুরনো ছবিকে মুম্বাই নাপিত জিহাদদের নামে ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই ছবির আসল খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির ১৮ জুলাই.২০১৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ক্রেডিট কার্ড, চেক বই এবং বিল বই চুরির অপরাধে ভোজপুরি অভিনেতা ইরফান খান এবং তার বন্ধু সঞ্জয় যাদবকে বিহারের ছাপরা জেলা থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। দুই জনের কাছ থেকে সোনার অলঙ্কার, ৩০টি চুরি করা ক্রেডিট কার্ড, ১৭টি চেক বই এবং একটি বিল বুক বাজেয়াপ্ত করা হয়েছিল।

ক্রেডিট কার্ড চুরি, জালিয়াতি কেন্দ্রিক এই খবরের ভিডিও উপস্থাপনগুলোতেও একই তথ্য জানা যায়।
দেখুনঃ
আরও দেখুন এখানে
মুম্বাইয়ে কি তাহলে নাপিত জিহাদ ধরনের কোন ঘটনা ঘটেছে ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গুগলে সহ ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, বিশ্বাসযোগ্য কোন প্রতিবেদনেই এই রকম কোন খবরের উল্লেখ পাওয়া যায়না। এখান থেকে ধারণা হয় যে, সম্প্রতি মুম্বাইয়ে এমন কোনো ঘটনা ঘটেনি।
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়, সম্পর্কহীন ছবিকে মুম্বাইয়ে নাপিত জিহাদের নাম শেয়ার করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ক্রেডিট কার্ড চুরি ও জালিয়াতির অভিযোগে ধৃত দুই অভিযুক্তের পুরনো ছবিকে মুম্বাই নাপিত জিহাদদের নামে ভাইরাল করা হচ্ছে।

Title:ক্রেডিট কার্ড চুরি ও জালিয়াতির অভিযোগে ধৃত দুই অভিযুক্তের পুরনো ছবি বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False