সারা টেন্ডুল্কার কর্তৃক শুভমন গিলের গলা জড়িয়ে থাকার ভাইরাল ছবিটি সম্পাদিত 

Altered Social

ফিল্মি তারকাদের জীবন যাপন, ব্যাক্তিগত জীবন নিয়ে কমবেশি সবাই সবসময় সোশ্যাল মিডিয়াই চর্চায় থেকে থাকেন। এরকমই এখন সোশ্যাল মিডিয়াই চর্চায় রয়েছে ক্রিকেট মহারথী সচিন টেন্ডুল্কার কন্যা সারা টেন্ডুল্কার ও ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শুভমন গিল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে স্টেডিয়ামে সারা টেন্ডুল্কারের উপস্থিতি ও অন্যান্য দর্শকদের প্রতিক্রিয়া তাদের সম্পর্কের গুজবকে তুঙ্গে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মাঝে তাদের একটি ছবি যেখানে শুভমন গিলের কাঁধে সারা টেডুল্কারকে হাত রেখে ঘনিষ্ঠ অবস্থার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে,শুভমনের গলা জড়িয়ে রয়েছেন সারা। 

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” শুভমনের গলা জড়িয়ে সারা! ছবি ঘিরে জল্পনা।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদিত। আসল ছবিতে সারা টেন্ডুল্কার তার ভাই অর্জুন টেন্ডুল্কারের কাঁধে হাত রেখে আছেন। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই 

ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের একটি ছবিটি সারা টেন্ডুল্কারের ইন্সতা প্রোফাইলে পেয়ে যায়। ভাই অর্জুন টেন্ডুল্কারের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ২৪ সেপ্টেম্বর তারিখে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন সারা। পোস্ট করা মোট ছয়টি ছবির মধ্যে পাঁচ নম্বর ছবিটি ভাইরাল ফেসবুক পোস্টের অংশ। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,” প্রিয় ভাই ২৪ তারিখে ২৪ বছর বয়সী!!! শুভ জন্মদিন ♥️♥️♥️ তোমার বোন সবসময় তোমার পাশে আছে।“

ছবিটি দেখে স্পষ্ট হয় যে, আসল এই ছবিটিকে সম্পাদিত করে অর্জুন টেন্ডুল্কারের মুখমণ্ডলের জায়গায় শুভমন গিলের মুখমণ্ডল জুড়ে দেওয়া হয়েছে।  নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ছবিটি সম্পাদিত। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ছবিটি সম্পাদিত। আসল ছবিতে সারা টেন্ডুল্কার তার ভাই অর্জুন টেন্ডুল্কারের কাঁধে হাত রেখে আছেন।

Avatar

Title:সারা টেন্ডুল্কার কর্তৃক শুভমন গিলের গলা জড়িয়ে থাকার ভাইরাল ছবিটি সম্পাদিত

Written By: Nasim Akhtar  

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *