
বিখ্যাত আমেরিকান গায়িকা ম্যাডোনা হিন্দু! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে আমেরিকান গায়িকা ম্যাডোনা একজন হিন্দু। পোস্টের ছবিতে তিনজন মহিলাকে দেখা যাচ্ছে। তার মধ্যে একজন কপালে চন্দন এবং তিলক পরে রয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে,
“আমি বারংবার একই কথা বলি। ‘হিন্দুত্ব’ পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ও বিজ্ঞানসম্মত মতবাদ। যারা হিন্দুত্বের বিরোধীতা করছে তারা হয় জমি মাফিয়া এবং সাম্রাজ্যবাদী প্রতিবেশী দেশের দালাল, না হয় মানবতা বিরোধী জেহাদী শক্তি দ্বারা প্রভাবিত।“
পোস্টের ছবির ওপর লেখা রয়েছে, “হিন্দু ম্যাডোনা। সনাতন ধর্মই শ্রেষ্ঠ। ঈশ্বরকে পাওয়ার এত সরলীকরণ আর কোন ধর্মে হয় না। আমার গুরু শ্রী অম্বরীশ অবধূত রাধার ভাব ধরে ঈশ্বরকে পাওয়ার কথা বলেছিলেন। তাই আমার সংগীত- অলংকার সবকিছু ঈশ্বরের জন্য নিবেদিত।“
ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর।

তথ্য যাচাই
প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করে গায়িকা ম্যাডোনার ধর্ম জানার চেষ্টা করি। ইন্ডিপেন্ডেন্ট নামে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে এই বিষয়ে একটি প্রতিবেদন (আর্কাইভ) দেখতে পাই। এই প্রতিবেদন অনুযায়ী, জন্মগতভাবে ম্যাডোনা ক্যাথলিক কিন্তু পরে তিনি ইহুদী কাব্বালাহতে বিশ্বাস করতে শুরু করেন। ম্যাডোনার বন্ধু সান্ড্রা বার্নহার্ড তাকে কাব্বালাহর দিকে নিয়ে যায়। এই বিশ্বাসের অনুগামীরা অশুভ শক্তিকে দূরে রাখতে হাতে একটি লাল দড়ি জাতীয় কবজ পড়েন।
ম্যাডোনার আধ্যাত্মিক গুরু হলেন রাব্বি ফিলিপ বার্গ, যিনি ১৯৬৯ সালে জেরুসালেমে কাব্বালাহর প্রথম কাব্বালাহ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন।
ম্যাডোনার সাথে হিন্দু ধর্মের যোগ নিয়ে আমরা কোনও তথ্য খুঁজে পাইনি।
এরপর পোস্টের তিনটি মহিলার ছবিকে আমরা ক্রপ করে ভাগ করে একটি একটি করে রিভার্স ইমেজ সার্চ করে অনুসন্ধান করি।
১ম ছবি

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ইংরেজি ‘দ্যা হিন্দুতে’ গায়িকা ম্যাডোনাকে নিয়া লেখা ২০০৯ সালের একটি প্রতিবেদনে (আর্কাইভ) এই ছবিটি দেখতে পাই। স্পষ্ট হয়ে যায় এটি ম্যাডোনার ছবি।

২য় ছবি

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ‘গেট্টি ইমেজেস’ নামে স্টক ছবির একটি ওয়েবসাইটে এই ছবিটি দেখা যায়। এই ছবির শিরোনামে লেখা রয়েছে,
“১৯৯৮ সালে নিউ ইয়র্কে ভিএইচ ১ ভগ ফ্যাশন অ্যাওয়ার্ডের মঞ্চে শাড়ী পরিহিত ম্যাডোনা, ২৩ অক্টোবর, ১৯৯৮। (ছবিঃ ফ্রাঙ্ক মিসেলোটা/ গেট্টি ইমেজস)”

৩য় ছবি

রিভার্স ইমেজ সার্চ করে এই ছবিটিকেও গেট্টি ইমেজেসের ওয়েবসাইটে পাওয়া যায়। এই ছবির শিরোনামে লেখা রয়েছে,
“১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর, লস এঞ্জেলেসের ইউনিভার্সাল অ্যাম্ফিথিয়েটারে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রেসের জন্য ভঙ্গিমায় ম্যাডোনা। (ছবিঃ ব্যারি কিং/লিয়াইসন)”

অর্থাৎ, এই ব্যাপারটি স্পষ্ট যে উপরোক্ত ছবিগুলির সাথে হিন্দু ধর্মের বা ম্যাডোনার হিন্দু ধর্মে রূপান্তরিত হওয়ার কোনও যোগ নেই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ম্যাডোনা হিন্দু নন। তিনি ইহুদী কাব্বালাহায় বিশ্বাসী।

Title:ভুয়ো ছবি পোস্ট করে দাবি, আমেরিকান গায়িকা ম্যাডোনা একজন হিন্দু
Fact Check By: Rahul AResult: False