
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিন্দু মেয়েকে ভালবাসার সম্পর্কে আবদ্ধ করে তার হত্যা করলো মুসলমান ছেলে। সাথে এটিকে ‘লাভ জিহাদের’ ঘটনা বলেও দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে সুটকেস বন্দী একটি মেয়ের লাশ সহ একজন যুবককে কয়েকজন লোক আটক করেছে। ভিডিওতে ওই যুবকের পরিচয় জানতে চাইলে যুবক জানায়, তার নাম আয়ান ও বাড়ি উত্তরাখান্ডের নেবার্ড অঞ্চলে। ভিডিওর উপর লেখা লেখা হয়েছে, “লাভ জিহাদের ফল। হরিদ্বারে হিন্দু মেয়েকে হত্যা করে সুটকেসে ভরলো মুসলমান স্বামী।”
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#Breaking। লাভ জেহাদের ফল হাতেনাতে পেল হিন্দু তরুণী। হরিদ্বারে হিন্দু মেয়েকে হত্যা করে সুটকেসে ভরলো মুসলমান স্বামী। হিন্দু মেয়ে ভালোবাসা করে বিয়ে করেছিল মুসলমান যুবক কে। কিছু দিন যেতেই হিন্দু মেয়েটিকে হত্যা করে সুটকেসে ভরে লাশ কে গায়েব করতে গিয়েছিল মুসলমান যুবকটি। সাধারণ মানুষের সন্দেহ হওয়ায় মুসলমান যুবকটি হাতে নাতে ধরে ফেললো। উত্তারাখন্ডের হরিদ্বারের লাভ জেহাদের ঘটনা সামনে আসতেই সোরগোল দেশ ও দুনিয়ায়। ক্ষোভে ফুঁসছে বিভিন্ন হিন্দু সংগঠন গুলো। #Uttarakhand #TheConversion #TheConversionTrailer #LoveJihad #RSS #VHP #UttarakhandVHP।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। উত্তরাখণ্ডের একটি খুনের ঘটনায় সাম্প্রদায়িক রং চড়িয়ে ভুয়ো খবর শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে প্রথমে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। সংবাদমাধ্যম ‘নিউজ১৮ হিন্দি’-এর চলতি মাসের ২৬ তারিখের প্রতিবেদনে এই ঘটনা বিষয়ক একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার। অভিযুক্ত ছেলেটির নাম গুলশের ওরফে গুলবেজ, আয়ান নয়। ছেলে ও মেয়েটি দীর্ঘদিন থেকে ভালবাসার সম্পর্কে জড়িত ছিল। গুলবেজ মেয়েটিকে বিয়ের জন্য চাপ দিলে মেয়েটি তাতে রাজি হয় না। তারপর ছেলেটি মেয়েটিকে পিরান কালিয়া বিধানসভার এক গেস্ট হাউসে ডেকে পরিকল্পিত ভাবে হত্যা করে।

প্রতিবেদন | আর্কাইভ |
এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই ঘটনা কেন্দ্রিক অনেকগুলি ভিডিও উপস্থাপনা খুঁজে পাই। নিচে একটি উপস্থাপনা দেওয়া হল।
ফ্যাক্ট ক্রিসেন্ডো রুরকির ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিবেক কুমারের সাথে যোগাযোগ করে। সাম্প্রদায়িক দিকের কথা অস্বীকার করে তিনি আমাদের জানান, “ইন্টারনেটে যে দাবি করা হচ্ছে তা মিথ্যা। ছেলে ও মেয়ে উভয়েই মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং নিকটাত্মীয় ছিল। তারা সম্পর্কে জড়িত ছিল। ২৪ তারিখ রাতে অভিযুক্ত ছেলেটি মেয়েটিকে খুন করে এবং একটি স্যুটকেসে করে লাশ ফেলতে যাওয়ার চেষ্টা করে। অভিযুক্তের বিরুদ্ধে নিহত মেয়ের বাবা রশিদ ৩০২ ধারায় মামলা করেছেন এবং তাকেও আদালতে হাজির করা হয়েছে।”
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। উত্তরাখণ্ডের একটি খুনের ঘটনায় সাম্প্রদায়িক রং চড়িয়ে ভুয়ো খবর শেয়ার করা হচ্ছে।

Title:উত্তরাখণ্ডের একটি খুনের ঘটনায় সাম্প্রদায়িক রং চড়িয়ে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False