
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে, সি বি আই তদন্তে ২৮টি রাইশ মিল ও ৮ টি পেট্রোল পাম্পের হদিশ মিলল অনুব্রত মণ্ডলের নামে। আনন্দবাজার পত্রিকার ২১ আগস্ট ২০২২ তারিখের প্রতিবেদন দাবি করা এই প্রতিবেদনে লেখা হয়েছে “ আসানসোল ও বোলপুর : 29 টি রাইস মিলের পাশাপাশি এবার 6 টি পেট্রোল পাম্পের হদিশ পেলো CBI । বেনামে মালিকানাধীন হলেও এই সব সম্পত্তির জন্য বিনিয়োগ করেছে অনুব্রত মন্ডল। বিদ্যুত বরন গায়নের বাড়ি থেকে আরও অনেক অনুব্রতর বেআইনি সম্পত্তির নথি পেলো CBI”
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ নতুন ভারত জন্মু কাশ্মীরে পাথরবাজরা সেনাবাহিনীর উপর পাথর ছুড়লো….,,, সেনারা ছুড়লো গুলি 💥।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনকে সম্পাদিত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগল সার্চের মাধ্যমে আনন্দবাজার পত্রিকার অনলাইন এই প্রতিবেদনটি খুঁজে দেখার চেষ্টা করি। কিন্তু অনুব্রত মণ্ডল কেন্দ্রিক নির্দিষ্ট এই প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়না। এখান থেকে মনে সন্দেহের অবকাশ ঘটে।
তারপর আমরা প্রতিবেদনটি ভালো করে পর্যবেক্ষণ করি এবং দেখতে পাই, ভাইরাল এই স্ক্রিনশটের সংবাদপত্রিকার নাম লেখা হয়েছে “আনন্দবাজার অনলাইন” যেখানে আনন্দবাজার সংবাদমাধ্যমের অনলাইন পত্রিকার নাম হল “আনন্দবাজার পত্রিকা অনলাইন”।
তাছাড়া আনন্দবাজার পত্রিকার অনালাইন প্রতিবেদনে তারিখ ও সময় বাংলায় লেখা হয় কিন্তু পোস্টের এই স্ক্রিনশটে তারিখ ও সময় ইংরেজিতে লেখা হয়েছে।
তাছাড়াও প্রতিবেদনের লেখার ধরনের মধ্যেও অমিল রয়েছে। নীচে ভাইরাল পোস্টের স্ক্রিনশট ও আনন্দবাজার পত্রিকার আসল প্রতিবেদনের তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
তারপর আমরা আনন্দ বাজার পত্রিকার কর্মী সোনাক্ষী সাহার সাথে যোগাযোগ করি। হোয়াটসঅ্যাপ মারফত এই প্রতিবেদনের স্ক্রিনশটটি দেখে তিনি আমাদের জানান, “ভাইরাল এই স্ক্রিনশটটি সম্পাদিত।“
অনুব্রতর নামে ২৮টি রাইশ মিল ও ৮ টি পেট্রোল পাম্পের হদিশ পাওয়া গেছে ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গুগল প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি, অনুব্রতর মেয়ে সুকন্যা ও স্ত্রী ছবি মণ্ডলের নামে পাওয়া গেছে বোলপুরে ভোলে বোম নামে একটি রাইশ মিল সহ সিউরিতে একটি এবং পুরুলিয়া, বর্ধমান রাজ্যে বেশ কয়েকটি রাইশ মিলের অনুসন্ধান সহ গয়েশপুরে ২৮টি জমির হদিশ পাওয়া গেছে।
অনুব্রত মণ্ডলের নাম ও প্রভাব কাজে লাগিয়ে পেট্রোল পাম্প হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে এসেছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নরেশ বাওউরির বিরুদ্ধে। কিন্তু অনুব্রত মণ্ডলের নামে কোন পেট্রোল পাম্পের হদিশ এখনও পাইনি তদন্তকারি সংস্থা সি বি আই। আরও পড়ুন
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনকে সম্পাদিত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। আনন্দবাজার পত্রিকার অনলাইন প্রতিবেদনকে সম্পাদিত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে

Title:অনুব্রত মণ্ডলঃ ২৮টি রাইশ মিল ও ৮টি পেট্রোল পাম্প পাওয়া কেন্দ্রিক আনন্দবাজার পত্রিকার এই স্ক্রিনশট সম্পাদিত
Fact Check By: Nasim AResult: Altered