JNU ( জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়) সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় প্যানেলের জন্য রয়েছে চারটি আসন রয়েছে অর্থাৎ সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক যা পরিচালিত হয় ছাত্র সংগঠন দ্বারা। এই আসনগুলোতে অসীন হতে গেলে যেতে হয় এক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ছাত্র সংগঠনগুলোর মনোনীত প্রার্থী। দীর্ঘ চার বছর পর ২২ মার্চ তারিখে সম্পন্ন হয়েছে ছাত্র সংগঠনের এই নির্বাচন প্রক্রিয়া। এই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বেশ কিছু পোস্ট ফেসবুক ফিডে ঘুরে বেড়াচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, JNU এর ছাত্র সংসদ নির্বাচনের চারটি পদেই (সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক) জয়ী হয়েছেন ডানপন্থী এবিভিপি।

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো দাবিটি বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। চারটি পদের কোন পদেই জয়ী হয়নি এবিভিপি প্রার্থী। প্রত্যেক পদই রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের দখলে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA), ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (DSF), স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (AISF) এর সমন্বয়ে গঠিত বামপন্থী সংগঠনগুলি জোট করে এই নির্বাচনে লড়াই করেছে।

সভাপতির পদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর প্রার্থী ধনঞ্জয় নির্বাচিত হয়েছেন। ধনঞ্জয় ২,৫৯৮ ভোট পেয়েছে যেখানে প্রতিপক্ষ দল এবিভিপির (ABVP) প্রার্থী উমেশ আজমিরা ৯২২ ভোট পেয়েছেন।

স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এর অভিজিৎ ঘোষ সহ-সভাপতি পদে জয়ী হওয়ার জন্য ABVP-এর দীপিকা শর্মাকে ৯২৭ ভোটে পরাজিত করেছেন। ঘোষ পেয়েছেন ২,৪০৯ ভোট যেখানে শর্মা ১,৪৮২ ভোট পেয়েছেন।

বিরসা আম্বেদকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BAPSA) এবং বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশি আর্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) প্রার্থী অর্জুন আনন্দকে ৯২৬ ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। আর্য ২,৮৮৭ ভোট পেয়েছেন এবং আনন্দ 1961 ভোট পেয়েছেন

এবিভিপি-র গোবিন্দ ডাঙ্গীকে ৫০৮ ভোটে হারিয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন বামপন্থী মহম্মদ সাজিদ।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা। জওহরলাল নেহেরু ছাত্র সংগঠন নির্বাচনের চারটি আসনেই জয় লাভ করেছে বামপন্থীরা।

নিষ্কর্ষঃ ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে JNU তে গেরুয়া ঝড় আসার দাবিটি একদম ঠিক নয়। জওহরলাল নেহেরু ছাত্র সংগঠন নির্বাচনের চারটি আসনের কোনটিতেই জয় লাভ করতে পারেনি আরএসএস-সংশ্লিষ্ট এবিভিপি।

Avatar

Title:না, জেএনইউ ছাত্র ইউনিয়ন নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি এবিভিপি

Fact Check By: Nasim Akhtar

Result: False