সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে কয়েকটি ছবির একটি কোলাজ খুব ভাইরাল হচ্ছে। কোলাজের ছবিগুলোতে দেখা যাচ্ছে রামায়ন থিমে তৈরি মেট্রো স্টেশন যা শেয়ার করে দাবি করা হচ্ছে, রামায়ন থিমে রেল স্টেশন নির্মিত হল অযোধ্যায়। ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”অযোধ্যা রেল স্টেশন। সনাতনের নতুন ভারত। জয় শ্রী রাম।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন। ছবিগুলো AI নির্মিত।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল ছবিগুলোর আসল তথ্য খুঁজতে প্রথমে ছবিগুলকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে, দেখা যাচ্ছে অযোধ্যা (AYODHYA) বানান, স্টেশন (STATION) বানান ভুল সহ চলন্ত সিঁড়ির আকার, দেওয়ালে আটকানো মূর্তির পা নেই।

যা থেকে ধারনা হয় যে, ছবিগুলো নিশ্চয় বিভ্রান্তিকর।

ইউপি মেট্রো রেল কর্পোরেশন বা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অযোধ্যার মেট্রো স্টেশনের অনুরূপ চেহারার কোন ব্লুপ্রিন্ট এখন অবধি প্রকাশ করেনি। তবে হ্যাঁ, রেলন্মন্ত্রকের তরফ থেকে অযোধ্যা রেল স্টেশনের কিছু ছবি প্রকাশ করা হয়েছে যার সাথে ভাইরাল ফেসবুক পোস্টের ছবিগুলোর কোন মিল পাওয়া যায়না।

ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের পর্যটন খাতকে উৎসাহিত করতে উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন অযোধ্যা, বারাণসী এবং মথুরায় মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। এছাড়াও, কোচির আদলে বারানসীতেও মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা করছে সরকার। অযোধ্যায় মেট্রো নেটওয়ার্ক চালু করার কোনও পরিকল্পনা এখনও প্রকাশ করা হয়নি।

ভাইরাল ছবি গুলোর উৎস ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের ছবি The Madhya Pradesh Index নামের একটি টুইটার প্রোফাইলে পাওয়া যায়। এই পোস্টের কমেন্ট সেকশনে মোহিত নামের ব্যাক্তি প্রথম ছবিটি তার তৈরি বলে জানিয়েছেন।

The Madhya Pradesh Index নামের টুইটার প্রোফাইল থেকে আরও কয়েকটি ছবি শেয়ার করে ছবি গুলো AI দ্বারা তৈরি বলে জানান এবং ছবিগুলো তৈরির কৃতিত্ব ‘আমারজ’ নামের ব্যাক্তিকে দিয়েছেন।

অযোধ্যা রেল স্টেশন যেন এরকম হয় আশা রেখে ‘আমারজ’-ও ভাইরাল ছবিগুলো ২৬ অক্টোবর তারিখে শেয়ার করেছে।

তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে ছবি গুলোর বাস্তবে অস্তিত্ব নেই, ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল ছবিগুলো AI নির্মিত।

Avatar

Title:অযোধ্যায় রামায়ণ থিমযুক্ত রেল স্টেশনের ছবিগুলো AI নির্মিত

Written By: Nasim A

Result: False