শাহরুখের সাথে পাকিস্তানের যোগ রয়েছে, বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবরটি রীতিমতো ঝড় তুলে দিয়েছে। এর শুরু হয় একজন রাজনৈতিক নেতার একটি মন্তব্য ও একটি ছবি থেকে।
বিজেপি নেতা বৈজয়ন্ত জয় পান্ডা দাবি করেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাক সেনার সঙ্গে বলিউডের বেশ কয়েকজন তারকার যোগ রয়েছে বলে সম্প্রতি দাবি করেন। তিনি কারো দিকে আঙুল তুলে কিছু বলেননি।
এই মন্তব্যের পর বলিউড তারকা শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খানের সঙ্গে টনি আসাইয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দাবি করা হয় টনি আসাইয়ের সাথে শাহরুখের ব্যবাসায়িক সম্পর্ক রয়েছে। অভিযোগ ওঠে, কাশ্মীরী সাংবাদিক টনি আসাই পাকিস্তানি সংস্থা আইএসআই এর হয়ে কাজ করে এবং সেই সুত্রে শাহরুখ খানেরও আইএসআই-এর সাথে যোগ। উল্লেখ্য টনি আসাই বর্তমানে আমেরিকায় থাকেন।
আর তারপরেই ফেসবুকে শুরু হয় শাহরুখ বিরোধী অভিযান। তাকে দেশবিরোধী, পাকিস্থানি, গদ্দার জাতীয় বিশেষণ প্রয়োগ করে পোস্ট শুরু হয়। কিছু সংবাদমাধ্যম এর সম্পূর্ণ সুযোগ নিয়ে ক্লিকবেট জাতীয় শিরোনাম ব্যবহার খবর প্রকাশ। আর ধর্মীয় রঙ লাগানোর পালা তো রয়েইছে।
বিভিন্ন সংবাদমাধ্যম শাহরুখ পাকিস্তান যোগ রিপোর্ট করেছে কিন্তু এই ঘটনার পর টনি আসাই যে নিজের বক্তব্য রেখেছে সে বিষয়ে প্রতিবেদন খুজতে গিয়ে অনেকটা সময় ব্যায় করেও জালে তেমন কিছুই ধরা পরেনি। কিছু বড় নামি সংবাদমাধ্যম ছাড়া টনি আসাইয়ের বক্তব্য নিয়ে রিপোর্ট তেমনটা চোখে পরেনি।
এই ছবি ভাইরাল হওয়ার পর টনি আসাই টুইটারে পাঁচটি টুইটের (আর্কাইভ) একটি থ্রেডে সাফাই দিয়েছেন।
প্রথম টুইটঃ
“কিছু ভারতীয় সংবাদমাধ্যম আমাকে আইএসআই এজেন্ট, জেকেএলএফ সদস্য হিসেবে দাবি করে আমার ওপর কাশ্মীরে হিংসা ছড়ানোর অভিযোগ আনছে। তাদের জন্য আমি সর্বশেষ বিবৃতি পেশ করছি।
১। জীবনে কখনও পাকিস্তান সেনা বা আইএসআই-এর কারও সাথে আমরা কোনদিন সাক্ষাৎ হয়নি। এবং না, আমি কোনও এজেন্সির সাথে কাজ করছি না।“
দ্বিতীয় টুইটঃ
“২। আমি কখনও ভারত বা অন্য কোনও দেশ বা কোনও ব্যাক্তির বিরুদ্ধে প্রতিবাদের আগুন ছড়ায়নি। আমি নিজেই এটির বিরোধীতা করি।
৩। অগাস্ট ৫ এর পর থেকে আমি কাশ্মীরের বাসিন্দাদের সংগ্রামে তাদের পাশে দাঁড়িয়েছিলাম।“
তৃতীয় টুইটঃ
“৪। আমি নিজে কখনও জেকেএলএফ-এর সদস্য ছিলাম না। ৯০ এর দশকের প্রথম দিকে লস অ্যাঞ্জেলেসে আমার কিছু জেকেএলএফ-এর সদস্যের সাথে সাক্ষাৎ হয়েছিল। কিন্তু তারপরে আর কোনদিন দেখা হয়নি।
৫। আমার পড়াশুনা, ব্যাবসা, কাশ্মীরের অধিকারের লড়াইয়ের জন্য জেকেএলএফ বা অন্য কোনও সংস্থা থেকে আমি কোনও ফান্ড গ্রহন করিনি। এতা একেবারেই মিথ্যে।“
চতুর্থ টুইটঃ
“আমার কাজের জন্য শাহরুখ খান, ইমরান খান সহ অনেক তারকার সাথেই আমার পরিচয় হয়েছে। আমার ডিজাইনের কাজ ছাড়া তাদের সাথে অন্য কোনও ব্যবসায় লিপ্ত হইনি।“
পঞ্চম টুইটঃ
“এর পর যদি এই সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলি ৪৮ ঘন্টার মধ্যে তাদের ভুয়ো খবরগুলি সংশোধন না এবং ক্ষমা না চায়, তবে এই সমস্ত সাংবাদিক এবং ব্যক্তিত্ব গুলির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া কোর্টে মামলা দায়ের করব।“
সারমর্মঃ বিজেপি নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডা শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেননি যে তিনি পাকিস্তানি সংস্থা আইএসআই-এর সাথে যুক্ত। তিনি সকল সাধারনভাবে বলিউডের কিছু তারকাদের কথা বলেছিলেন। শাহরুখ-গৌরিকে নিয়ে বিভ্রান্তি শুরু হয় এই দম্পতির একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর। ওই ছবিতে থাকা টনি আসাইকে পাকিস্তানি এঞ্জেন্ট হিসেবে দাবি করা হয়। পরে টনি টুইটারে জানান তার কোনও পাকিস্তানি সংস্থার সাথে যোগ নেই এবং শাহরুখ-গৌরির সাথে তিনি ডিজাইন ছাড়া অন্য কোনও ব্যবসা করেননি।
Title:শাহরুখ খানের সাথে পাকিস্তানি আইএসআই এজেন্টের যোগ রয়েছে, পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult:Explainer