
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ’জিও আউর জিনে দো’ অর্থাৎ ’বেঁচে থাকো এবং বেঁচে থাকতে দাও’ বলা ভাইরাল বিএসএফ কর্মী শহীদ হয়ে গেলেন। পোস্টের ভিডিওতে খোদ সেই জওয়ান সামনের যুবকদের সাথে হাসিমুখে কথা বলছেন এবং হাসিমুখে বলছেন ’জিও আউর জিনে দো’ উক্তি সহ আরও কিছু। এই ভিডিও ক্লিপের সাথে জোড়া হয়েছে সাদা কাফনে মোড়া এক মৃত লাশের ছবি।
পোস্টের ক্যাপশনে লেকাহ হয়েছে “কিছুদিন আগে কিছু কথা বলেছিল যা আমাদের মন ছুঁয়ে গেছিল। জিও অর জিনে দো, কেয়া পাতা কাল হাম হো না হো.✨তিনি শহীদ হয়ে গেলেন। হয়তো তিনি বুঝে গেছিলেন।🙏।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল বিএসএফ জওয়ান সুস্থ ভাবে বেঁচে আছেন, তার শহীদ হওয়ার খবরটি মিথ্যে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিএসএফ জাওয়ানের ভাইরাল হওয়া মুল ভিডিওটি খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, 0.2 PRASEN VLOGS নামের ইউটিউব ভ্লগ চ্যানেলে মুল ভিডিওটি খুঁজে পাই। ৯:৫৩ মিনিট দীর্ঘ এই ভিডিওর ৬:৫৫ মিনিট থেকে সামনের ১৮ সেকেন্ডের অংশ্তুকু ভাইরাল ভিডিওর অংশ। এই চ্যানেল নিয়ন্ত্রণকারীর নাম হল প্রসেঞ্জিত।
এই ভ্লগ ভিডিওটি অনুযায়ী প্রসেঞ্জিত তার বন্ধুদের সাথে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নদিয়া জেলার গেদে অঞ্চলে অবস্থিত ভারত-বাংলাদেশ বর্ডারে ভ্রমনে গেছিল। সেখানে সাক্ষাৎ হয় ভাইরাল এই বিএসএফ জওয়ানের সাথে। এই বিএসএফ কর্মীর নাম নাম হলো বিরেন্দ্র কুমার সিং।
এই বিএসএফ কর্মীর শহীদ হওয়ার খবরটি ভাইরাল হওয়ার পরেই চ্যানেল এই ভ্লগার কয়েকটি ভিডিও আপলোড করে স্পষ্ট করেন যে বিরেন্দ্র সিং সুস্থ ভাবে বেঁচে আছেন। তার শহীদ হওয়ার খবরটি ভুয়ো। তার সাথে স্যারের প্রায় প্রতিদিন কথা হচ্ছে। তার শহীদ হওয়ার খবরটি না ছড়ানোর আবেদন করেছেন।
প্রথম ভিডিও:
দ্বিতীয় ভিডিও:
তৃতীয় ভিডিও:
বিরেন্দ্র সিং তার নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে স্পষ্ট করেন যে তিনি বেচে রয়েছেন। একটি পোস্ট শেয়ার করে তিনি ক্যাপশনে লিখে জানান, “আমি বেঁচে আছি। ভুয়ো ভিডিও ছড়ানো বন্ধ করুন।”


তিনি তার ফেসবুক পেজে লিখেছেন আমি বেঁচে আছি, অনুগ্রহ করে এই ভুয়ো ভিডিওটি দেখা এবং শেয়ার করা বন্ধ করুন এবং দয়া করে আমাকে ফলো করুন। আমার ইউটিউব চ্যানেল Billa 444। তিনি তার সুস্থতার একটি ভিডিও পোস্ট করেছেন।
খবরটি নিশ্চিত করতে আমরা কলকাতায় বিএসএফ অফিসে যোগাযোগ করি। বিএসএফ অফিসের একজন আধিকারিক আমাদের বলেন, “সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাবিটি মিথ্যা। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হলে বিএসএফ 54BN WB-এর বীরেন্দ্র সিং। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং নিজের ডিউটিতে রয়েছেন।”
ভিডিওতে যুক্ত মৃত লাশের ছবিটি কার ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ফেসবুক ব্যাবহারকারী ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে পোস্ট করে এটিকে শহীদ রাজেন্দ্র সিং এর বলে পোস্ট করা হয়েছে। পোস্টটি দেখুন এখানে
মুখ্যধারার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারি, শহীদ রাজেন্দ্র সিং রাজস্থানের জয়সালমেরর বাসিন্দা ছিলেন। জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদের গুলিতে শহীদ হয়েছিলেন তিনি।
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায়, জিও আউর জিনে দো ভাইরাল বি এসএফ কর্মীর শহীদ হওয়ার খোবরটি ভুয়ো। অন্য এক শহীদ সৈন্যের ছবিকে ভাইরাল বি এস এফ কর্মীর ভিডিওর সাথে যুক্ত করে বিভ্রান্তিমুলক পোস্ট ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ভাইরাল বিএসএফ জওয়ান সুস্থ ভাবে বেঁচে আছেন। তার শহীদ হওয়ার খবরটি মিথ্যে

Title:‘জিও আউর জিনে দো’, ভাইরাল বিএসএফ জওয়ানের শহীদ হওয়ার খবরটি মিথ্যে
Fact Check By: Nasim AResult: False