ক্ষেতে উৎপাদিত মুলা দিয়ে শ্রীকৃষ্ণের পায়ের প্রতিকৃতির ছবি ? জানুন ভাইরাল ছবির সত্যতা

False International

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে মুলা দিয়ে তৈরি ভগবান শ্রীকৃষ্ণের পায়ের প্রতিকৃতি বলে দাবি করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “জাপানের একটি ক্ষেতে উৎপাদিত দুটি মুলা দ্বারা শ্রীকৃষ্ণের বাঁশি হাতে দাড়িয়ে থাকা অবিকল পায়ের প্রতিকৃতি তৈরী করলেন এক দম্পতি।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। জাপানের ফুকুওকা শহরে অবস্থিত Tsukurimono নামের মেকাপ স্টুডিও থেকে নির্মিত ভাস্কর্যের ছবি বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।  

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই

গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই ছবির অনুসন্ধান প্রক্রিয়া শুরু করি। ফলে, Japan Moments নামের ফেসবুক পেজে ছবিটির উল্লেখ পাওয়া যায়। এই পোস্টের ক্যাপশন অনুযায়ী, এই ভাস্কর্যের শিল্পীর নাম হল- কেঞ্জি সুয়েতসুগু (Kenji Suetsugu)। ’জাপানের অদ্ভুত মূলা’ লেখা সহ ক্যাপশনে একটি ইন্সটাগ্রাম প্রোফাইলের লিঙ্কও দেওয়া হয়েছে। 

ক্যাপশনে দেওয়া সেই লিঙ্ক আমাদের ’tsukurimono’ নামের এক ইন্সতা হ্যান্ডেলে নিয়ে যায়। এই প্রোফাইল ধারকের নাম- কেঞ্জি সুয়েতসুগু। এখানে ফেসবুক পোস্টের ছবিটি পাওয়া যায়। মুলা দিয়ে তৈরি পায়ের ন্যায় একটি ভিডিও পাওয়াও যায় যেখানে ফেসবুক পোস্টের মহিলাকে দেখতে পাওয়া যায়। এই পোস্টের কমেন্ট সেকশনে ইহা কিভাবে বানানো হয়েছে বলে জানতে চাইলে, কেঞ্জি সুয়েতসুগু প্রতি উত্তরে ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন। প্রথম পদক্ষেপ- ভাস্কর্য তেল ভিত্তিক কাদামাটি, দ্বিতীয়ত- সিলিকন ছাঁচ তৈরি করা, ………, নবমতম পদক্ষেপ- আসল ডাইকন পাতা (একটি মূল উদ্ভিজ্জ যা লম্বা এবং নলাকার)  সংযুক্ত করা, দশমতম পদক্ষেপ- মাঠে পুঁতে দেওয়া। 

এখান থেকে বোঝা যায়, শিল্পী কেঞ্জি সুয়েতসুগু নিজ হাতে শৈল্পিক কলাকে কাজে লাগিয়ে এই ভাস্কর্য বানিয়েছেন। 

এই ইন্সতা প্রোফাইলে ইন্সতা হ্যান্ডেলের নামেই ওয়েবসাইট লিঙ্কও দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটের সম্পর্কে লেখা হয়েছে- “Tsukurimono” হল একটি বিশেষ মডেলিং এবং বিশেষ মেকআপ স্টুডিও যা ফুকুওকা শহরের নিশি ওয়ার্ডে অবস্থিত। গ্রাহকের (অবাস্তব) চিত্রকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করে, আমরা ভিডিও এবং গ্রাফিক্সের মতো কাজ তৈরি করতে সহায়তা করি।

কেঞ্জি সুয়েতসুগু নামের এই জাপানি শিল্পী ভাইরাল ফেসবুক পোস্টের এই ভাস্কর্যটি ২০০৫ সালে বানিয়েছিলেন। তার অন্যান্য ভাস্কর্যগুলো দেখতে ক্লিক করুন এখানে।  

পায়ের ন্যায় এই প্রতিকৃতি ছবিটি শ্রীকৃষ্ণের পায়ের এরকম কোন ব্যাখায় পাওয়া যায়না। 

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, বিভিন্ন কেমিক্যাল ও শৈল্পিক কাজের দ্বারা তৈরি ভাস্কর্যের ছবিকে প্রাকৃতিক মুলা দিয়ে তৈরি বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। বিভিন্ন কেমিক্যাল ও শৈল্পিক কাজের দ্বারা তৈরি ভাস্কর্যের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে । 

Avatar

Title:ক্ষেতে উৎপাদিত মুলা দিয়ে শ্রীকৃষ্ণের পায়ের প্রতিকৃতির ছবি ? জানুন ভাইরাল ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *