সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে,‘ভারত মাতার জয়’ স্লোগানের অপমান করছে রাহুল গান্ধী। পোস্টের এই ভিডিওতে রাহুল গান্ধী মঞ্চের সামনে থাকা জনগণকে লক্ষ্য করে জিজ্ঞাসার সুরে বলছেন, আমরা যে ভারত মাতার জয় বলে থাকি, যে ভারত মাতার জন্য আমরা রক্ত দিতে সদা প্রস্তুত থাকি সেই ভারত মাতা কে ? এই ভারত মাতার মানে কি ?

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”রাহুল গান্ধী ভারত মায়ের খোঁজ করছেন, তিনি বলছেন ভারত মাতা কে? তার এই প্রশ্নে আমি একটুও অবাক হয়নি।। Antonio Maino র Half Italian ছেলে ভারত মা কে চিনবে না সেটাই স্বাভাবিক কারণ এদের কাছে BANDE MATA ROME ই আসল।। ভারত মায়ের বন্দনা করতে এরা জানেনা।। এ নাকি দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে..।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভিডিওটি সম্পাদিত এবং অসম্পূর্ণ।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, রাহুল গান্ধী একটা বাক্য ব্যবহার করার পরে যখন পরের বাক্য বলছেন তখনই একটি অসঙ্গতি রয়েছে অর্থাৎ ভিডিওটিতে কারচুপি করা হয়েছে। যা থেকে ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ জাগে।

আসল ভিডিওটি খুঁজতে ভিডিওর কি ফ্রেম এবং প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে পুরো ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি রাজস্থানের বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানের বুন্দি জেলায় কংগ্রেসের নির্বাচনী প্রচার সভার। রাহুল গান্ধীর ভাষণের পুরো ভিডিওটি ১৯ নভেম্বর তারিখে কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে।

দীর্ঘ ৩২ মিনিট ভাষণের প্রথম মিনিটের অংশটুকুই ভাইরাল ভিডিওর অংশ। সম্পূর্ণ ভাষণে তিনি বলছেন,”সবাই এই স্লোগান তোলে যে ভারত মাতা কি জয়। কিন্তু ভারত মাতা কে, তিনি কী ? যাকে আমরা সবাই উদযাপন করি, আমি করি, আপনি করেন, তাহলে এই ভারত মাতা কে ? দেখুন, এই ভারত মাতা এই দেশ, ভারত মাতা এই দেশের মানুষ, আমি, আপনি সকলের ভাই এবং বোন, বাবা-মা, দরিদ্র ও ধনী মানুষ, প্রবীণ ইত্যাদি সকলেই ভারত মাতা। আমি একটি মাত্র প্রশ্ন করছি, সংসদে বক্তৃতা দেওয়ার সময় আমি বলেছিলাম, দেখুন, আমি জানতে চাই এই ভারত মাতা কে ? মানে, এই লোকগুলি কারা ? কার জনসংখ্যা কত? কীভাবে? কতজন আদিবাসী, কত দলিত, কত পিছিয়ে পড়া মানুষ, কত গরীব, কত ধনী ? আমরা যদি 'ভারত মাতা কি জয়' স্লোগান তুলি আর তার জন্য জীবন দিয়ে দি। আমাদের ভারত মাতা কে তা খুঁজে বের করতে হবে? যদি আমরা না জানি এই দেশে কত পিছিয়ে পড়া মানুষ আছে, কত দলিত আছে, কত গরীব আছে, তাহলে ভারত মাতা কি জয়ের মানে কি ?”

রাহুল গান্ধী আরও বলছেন,” সে কারণেই আমি সংসদে বলেছিলাম যে এখন এই দেশকে বিপ্লবী কাজ করতে হবে। এই দেশকে জাতিশুমারি করতে হবে। আমি বলছি কেন এটা করতে হবে ? অনুমান করে বলছি কারণ কেউ সত্যটা জানে না। হ্যাঁ, দেশে পিছিয়ে পড়া জনসংখ্যার অন্তত ৫০ শতাংশ আছে। আপনি তাদেরকে শ্রমিক, কৃষক, ওবিসি এবং এদেশের মেরুদণ্ড বলতে পারেন। দলিতদের জনসংখ্যা ১৫ শতাংশ, আদিবাসীদের জনসংখ্যা ১২-১৪ শতাংশ। মানে ভারত মাতার সবচেয়ে বড় অংশ হল দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণী। দেশের সবাই ভারত মাতা কি জয় স্লোগান দেয়, কিন্তু না পিছিয়ে পড়া শ্রেণী, না দলিত, না। দেশ পরিচালনায় আদিবাসীদের কোনো অংশগ্রহণ আছে, এটাই সত্য।“

নীচে বিভ্রান্তিমূলক ভাইরাল ভিডিও ও আসল ভিডিওর তুলনামূলক ভিডিও ফ্রেমটি দেখুনঃ

উপরোক্ত তথ্য থেকে প্রমানিত হয় যে, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানকে ঘিরে রাহুল গান্ধীর ভাষণের ভাইরাল এই ভিডিও অসম্পূর্ণ।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। রাহুল গান্ধীর ভাষণের দীর্ঘ ভিডিওর ছোট অংশ বিভ্রান্তিমূলক দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:‘ভারত মাতার জয়’ স্লোগানকে ঘিরে রাহুল গান্ধীর ভাষণের ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল

Written By: Nasim A

Result: Altered