না, ডেভিড মিলার হিন্দু ধর্ম গ্রহন করেন নি 

False Social

আইসিসি টি২০ ম্যাচের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ী হয়েছে ভারত। শেষ ওভারের প্রথম বলেই ছয়ের লক্ষ্যে জোরে ব্যাট ঘুরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার যা ক্যাচ করে নেই সুর্যকুমার যাদব। ক্রিকেট ফ্যানরা সেই ক্যাচকে বিশ্বকাপ ট্রফি ধরে নেওয়া বলে সম্বোধন করে পোস্টও করেছেন। ক্রিকেট বিশ্বকাপের আবহে বিবিসির একটি পোস্ট কার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ডেভিড মিলার হিন্দু ধর্ম গ্রহন করেছেন। 

অন্য এক পোস্টে এক ব্যাক্তি লিখেছেন,”সাউথ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলার ভারতের সাথে বিশ্বকাপ হেরে হিন্দু ধর্ম গ্রহণ করিল।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। তিনি হিন্দু ধর্ম গ্রহন করেনি। বিবিসি তার হিন্দু ধর্ম গ্রহন নিয়ে কোন পোস্টকার্ড শেয়ার করেনি। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 
ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে বিবিসি নিউজ বাংলার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো ভালকরে লক্ষ্য করে দেখি যে, ডেভিড মিলারের হিন্দু ধর্ম গ্রহন করা নিয়ে কোন পোস্টকার্ড শেয়ার করা হয়েছে কি না। ফলে, আমরা এরকম কোন পোস্টকার্ড খুঁজে পাইনা। এমনকি, ডেভিড মিলারের হিন্দু ধর্ম গ্রহন করা নিয়ে বিবিসি বাংলার কোন প্রতিবেদনও খুঁজে পাইনা। যা থেকে ধারনা হয় যে দাবিটি বিভ্রান্তিকর। 

তাছাড়া, বিবিসি নিউজ বাংলার পোস্টকার্ড ও ফেসবুক পোস্টের পোস্টকার্ডের মধ্যে অমিল লক্ষ্য করা যায়। ভাইরাল এই পোস্টকার্ডের ফন্ট স্টাইল বিবিসি নিউজ বাংলার ফন্ট থেকে আলাদা। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

‘দি টেলিগ্রাফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড মিলার জানিয়েছেন,”আমি একজন খ্রিস্টান এবং আমার শৈশব থেকেই, আমার বাবা-মা (জেনি এবং অ্যান্ড্রু) মূল্যবোধ তৈরি করেছেন… আমি সবসময়ই ধর্মের প্রতি ঝুঁকেছি, সর্বদা যীশু খ্রিস্টে বিশ্বাস করেছি।“ 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হিন্দু মিলারের হিন্দু ধর্ম গ্রহন করার দাবিটি মিথ্যা। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। বিবিসি বাংলার নামে ভাইরাল পোস্টকার্ডটি সম্পাদিত। 

Avatar

Title:না, ডেভিড মিলার হিন্দু ধর্ম গ্রহন করেন নি

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *