সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিঠুন চক্রবর্তীর একটি ছবি শেয়ার করে সেটিকে একটি দুর্লভ ছবি বলে দাবি করা হচ্ছে। ছবিতে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীকে হলিউড তারকা র‍্যান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের মাঝে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। র‍্যান রেনল্ডসকে তার বিখ্যাত চরিত্র ডেডপুলের পোশাকে এবং হিউ জ্যাকম্যানকে হলুদ পোশাকে তার বিখ্যাত চলচিত্র চরিত্র ‘ওলভেরিন’ চরিত্রের ন্যায় দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দুর্লভ একটি ছবি! হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী !♥️❤️❤️❤️❤️❤️।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল দাবিটি ঠিক নয়। হলিউড তারকাদের মাঝে মিঠুন চক্রবর্তীর ছবিকে সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ছবিটির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হলিউড তারকাদের এই ছবিটি অভিনেতা র‍্যান রেনল্ডসের এক্স (টুইটার) প্রোফাইলে পেয়ে যায় যেখানে স্পষ্ট লক্ষ্যনিয় যে ছবিটিতে মিঠুন চক্রবর্তীর ছবি নেই। ছবিটি আসলে ‘ডেডপুল ৩’ চলচিত্র সেটের। এই সিনেমাটি চলতি মাসের জুলাই মাসে মুক্তি পাবে।

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

তারপর আমরা মিঠুন চক্রবর্তীর ছবিটি গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, অনেক সংবাদ প্রতিবেদনে,ব্লগ ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। মিঠুন চক্রবর্তীর ছবিটি আসলে একটি প্রাইভেট জেটের সামনে তোলা হয়েছে। এই ছবিতে তিনি একাই ছিলেন।

ইন্ডিয়া টাইমস আর্কাইভ

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ভাইরাল এই ছবিটি কোন দুর্লভ ছবি নয়। ছবিটি সম্পাদিত।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে ফেসবুক পোস্টের দাবিটি ঠিক নয়। ছবিটি সম্পাদিত।

Avatar

Title:হলিউড তারকাদের সাথে এক ফ্রেমে মিঠুন চক্রবর্তী ? জানুন ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: Altered