
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখার্জি হুমকি দিয়ে ভোট নিতে চাইছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কৌশানি বলছেন “এদিকে আয়, এদিকে আয়,……, বাবা বিজেপি ঘরে সবার কিন্তু মা বোন আছে”। ভিডিওটির ওপরে লেখা রয়েছে, “কৌশানি মুখার্জি কী হুমকি দিলেন? তৃনমূলের সন্ত্রাসের রণনীতি প্রকাশ্যে। এই ভিডিওটিকে বঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকেও একই বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। একটি ভিডিওর একটু অংশকে কেটে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বেশ কিছু তরুন চিত্রতারকাদের বিভিন্ন কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল। তাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত দুটি নাম হল সায়নি ঘোষ এবং কৌশানি মুখার্জি। এর আগে সায়নী ঘোষের একটি ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হয়েছিল। ফ্যাক্ট ক্রিসেন্ডো সেটিকে ভুল প্রমান করেছিল।
তথ্য যাচাই
এই ভিডিওর তথ্য যাচাই করতে প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে এই ভিডিওর ওপর লেখা বেশ কয়েকটি প্রতিবেদন দেখতে পাই। এরপর কিওয়ার্ড সার্চ করে অন্য একটি ভিডিও দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে “বাড়িতে মা বোন রয়েছে” এরপরে কৌশানি বলেছেন, “সবার বাড়িতে মা – বোন আছে, সত্যি নারী সুরক্ষার জন্য আবার দিদিকেই পুনরায় তৃতীয়বারের জন্য নির্বাচিত করুন।“ এই ভিডিওটিকে কৌশানি নিজে শেয়ার করেছেন।
পাশাপাশি দুটি ভিডিওকে তুলনা করা হল।
এছাড়া, আরও দেখতে পাই ফেসবুকে লাইভ করে জানান, BJP-র IT সেল একটি নির্দিষ্ট লাইনকে এডিট করেছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত পোস্টটি ভুল। একটি ভিডিওর একটু অংশকে কেটে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

Title:কৌশানি মুখার্জির একটি ভিডিওকে কেটে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে
Fact Check By: Rahul AResult: Missing Context