
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে শহীদ ভগত সিংয়ের ছবি বলে দাবি করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে “স্বাধীনতার অশ্রু গড়ানো গোধূলি বেলায় আমরা সাধারণেরা অন্ধ হয়ে হাসি কিন্তু এই মায়াবী সকল আবেগ গল্পে হয়তো আমরা কিছুদের ভুলে বসি। হ্যাঁ আমি তারই কথা বলছি …………………“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশের ফারুখাবাদের নবাব তফাজ্জুল হোসেন খানের ছবিকে শহীদ ভগত সিংয়ের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স সার্চ করি। ফলে, History of Pashtuns নামের ব্লগপোস্টের পোর্টালে এই ছবিকে ১৮৫৭ সালের ফারুকাবাদের নবাব তফাজ্জুল হোসেন খান বলে চিহ্নিত করা হয়েছে।

ঐতিহাসিক ঘটনা ও অজানা তথ্য সংক্রান্ত সংস্থা হেরিটেজ টাইমস-এর টুইটার প্রোফাইল থেকেও এই ছবি টুইট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে “নবাব তফাজ্জুল হোসেন খান, ফারুখাবাদের নবাব। ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের সময় বিদ্রোহী বাহিনীকে সাহায্য করার জন্য তাকে মক্কায় নির্বাসিত করা হয়েছিল।“
স্কুপহুপ হিন্দির একটি প্রতিবেদনেও ছবিটিকে ফারুখাবাদের নবাব তফাজ্জুল হোসেন খান বলে জানিয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। উত্তরপ্রদেশের ফারুখাবাদের নবাব তফাজ্জুল হোসেন খানের ছবিকে শহীদ ভগত সিংয়ের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:ফারুখাবাদের নবাব তফাজ্জুল হোসেন খানের ছবিকে শহীদ ভগত সিংয়ের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
Fact Check By: Nasim AResult: False