ডবল সেঞ্চুরি করার পর মাক্সওয়েল কর্তৃক শচীন টেনডুলকারের পা স্পর্শ করে প্রনাম করার ভাইরাল ছবিটি সম্পাদিত 

Altered Sports

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে ৭ তারিখে সম্পন্ন হয়েছে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে বিপক্ষ দল অস্ট্রেলিয়াকে ২৯১ রানের টার্গেট দেই। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটাররা রান করতে ব্যার্থ হয় এবং ১৮.৩ অভারে ৯১ রানে ৭ উইকেটের পতন ঘটে। এই অবস্থা থেকে দলকে অবিশ্বাস্য ভাবে নিজের কৌশলী দেখিয়ে ১২৮ বলে ২০১ রান করে দলকে জয়ী ও সেমিফাইনালে দলের স্থান নিশ্চিত করে গ্লেন মাক্সওয়েল। তারপর থেকেই মাক্সওয়েলের মহানতা এবং প্রশংসা করে সোশ্যাল মিডিয়াই উপচে পড়েছে অনেক ভিডিও, ছবি, গ্রাফিক পোস্ট। একটি ছবি শেয়ার করে ফেসবুক ব্যাবহারকারি দাবি করেছেন যে, ডবল সেঞ্চুরি করার পর শচীন টেনডুলকারের পা স্পর্শ করে প্রনাম করেছেন গ্লেন মাক্সওয়েল। পোস্টের ছবিতে মাক্সওয়েলকে শচীন টেনডুলকারের পা স্পর্শ করার মত অবস্থায় দেখা যাচ্ছে।   

 ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” গ্লেন ম্যাক্সওয়েল দলকে ডাবল সেঞ্চুরি করে জয়ের দিকে নিয়ে যাওয়ার পরে, তিনি মাস্টার ব্লাস্টার ভারতীয় রান মেশিন, ভারতরত্ন শচীন টেন্ডুলকারের পা স্পর্শ করে সালাম করেন।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদিত। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই 

ছবির সত্যতা যাচাই করতে ৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান খেলার পুরো ভিডিওটি দেখি। সেদিনের খেলা নিয়ে আলোচিত প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ ভিডিও দেখে প্রাথমিক ভাবে জানতে পারি শচীন টেনডুলকার এই খেলার দর্শক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং পোস্টের ছবির ন্যায়ই জামা পরেছিলেন। দীর্ঘ এই ভিডিওতে দেখা যায় যে আফগানিস্তান দলের প্রত্যেক খেলোয়াড় ক্রিকেট ভগবান শচীন টেনডুল্কারের সাথে সাক্ষাৎ করছেন। 

৯;৪৫ ঘণ্টার মুহূর্তে দেখা যাচ্ছে হেলমেট ছাড়া অবস্থায় মাক্সওয়েল ছয় মেরে দলের জয় নিশ্চিত করলেন কিন্তু পোস্টের ছবিতে তাকে মাথায় হেলমেট অবস্থায় দেখা যাচ্ছে যা প্রাথমিকভাবে ইঙ্গিত করে যে ছবিটি বিভ্রান্তিকর। অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের দীর্ঘ এই ভিডিওতে মাক্সওয়েল কর্তৃক শচীন টেনডুল্কারের পা স্পর্শ করার মত কোন ঘটনা দেখতে পাওয়া যায় না। 

https://www.hotstar.com/in/sports/cricket/icc-mens-cricket-world-cup-2023/993/replay-m39-aus-vs-afg/1540025278/replay/watch?filters=content_type%3Dsport_replay 

আরও খুঁজাখুঁজির পাওয়া যায় যে, শচীন টেনডুল্কার আসলে আফগান দলের খেলোয়াড়ের সাথে করমর্দন করছিলেন। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদিত। ভিন্ন দুটি ছবি জুড়ে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। 

Avatar

Title:ডবল সেঞ্চুরি করার পর মাক্সওয়েল কর্তৃক শচীন টেনডুলকারের পা স্পর্শ করে প্রনাম করার ভাইরাল ছবিটি সম্পাদিত

Written By: Nasim Akhtar 

Result: Altered


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *