
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ভ্যালেন্টাইনস দিবস পালন উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারির মধ্যে পার্টনার খুঁজে নেওয়ার নোটিশ দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পোস্টের যাদব বিশ্ববিদ্যালয়ের নাম লেখা একটি নোটিশ রয়েছে। নোটিশে ইংরেজি ভাষায় লেখা রয়েছে, ভ্যালেন্টাইনস দিবসের দিন সিঙ্গেলদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। ব্রাঞ্চ এবং বর্ষ নির্বিশেষে প্রত্যেককে ১০ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রেমিক বা প্রেমিকা খুঁজে নাম রেজিস্টার করতে হবে।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। যাদবপুর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে জানানো হয়েছে এই নোটিশটি ভুয়ো এবং বৈধ নয়।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ দিয়ে শুরু করি। ফলাফলে একাধিক মুখ্যধারার সংবাদমাধ্যমে এই নোটিশ কেন্দ্রিক প্রতিবেদন দেখতে পাওয়া যায়। সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার ৪ তারিখে পোস্ট করা একটি ভিডিও উপস্থাপনা থেকে জানা যায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানিয়েছে এই নোটিশ ভুয়ো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার-এর সই জাল করে কেউ বা কারা কুমতলবের সাথে এই ভুয়ো খবর ছড়িয়েছে। এই ঘটনার বিরুদ্ধে যাদবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগে দারস্থ হয়েছে কর্তৃপক্ষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ‘স্নেহমঞ্জু বসুর’ সংবাদ মাধ্যম এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকার খুঁজে পাই। এই সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ভ্যালেন্টাইন্স ডে পালন সম্পর্কে একটি নোটিশ ভাইরাল হওয়ার খবর পেয়েই আমি এই সম্পর্কে ভাইস চ্যান্সেলারের সাথে কথা বলে যাদবপুর থানায় মামলা দায়ের করেছি। আমাদের বিশ্ব বিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ জারির মাধ্যমে ভাইরাল নোটিশকে উপেক্ষা করার কথা জানিয়েছি। রেজিস্ট্রারের সই জাল করার অপরাধের জন্য সাইবার ক্রাইমের কাছেো জানিয়েছি যেন আসল দোষী চিহ্নিত হয় এবং সাব্যস্ত হয়।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাইটে আপলোড করা নোটিশে জানানো হয়েছে ভ্যালেন্টাইন্স দিবস পালন কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই সহ ভাইরাল নোটিশটি ভুয়ো, এটিকে যেন উপেক্ষা করা হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নোটিশটি দেখতে কিল্ক করুন এখানে।

এই বিষয়ে আরও স্পষ্ট হতে আমরা জেইউ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য তাপস দাসের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের জানান, “এটি কে বা কারা করেছে এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় তরফে এজাতীয় কোনও নোটিশ জারি করা হয়নি সে বিষয়ে আমরা নিশ্চিত। কুমতলবে সাথে ইউনিভার্সিটির নাম খারাপ করার জন্য এই জাতীয় নোটিশ ভাইরাল করা হয়েছে।”
তথ্য ও প্রমানের সাপেক্ষে স্পষ্ট হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সই জাল করে ভুয়ো নোটিশটি ভাইরাল করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। যাদবপুর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে জানানো হয়েছে এই নোটিশটি ভুয়ো এবং বৈধ নয়।

Title:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন কেন্দ্রিক ভাইরাল নোটিশটি ভুয়ো
Fact Check By: Rahul AResult: False