প্রণয় রায়ের সাথে লাঞ্চ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা? জানুন সত্যতা

False Political

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, নূপুর শর্মা মামলার বিচারপতি জেবি পারদিওয়ালা প্রণয় রায়ের সাথে বসে লাঞ্চ করেছেন। প্রণয় রায় হল সংবাদমাধ্যম এনডিটিভি এর সহ-প্রতিষ্ঠাতা। পোস্টের ছবিতে দেখা যাছে একটি খাবারের টেবিলে প্রণয় রায় সহ মোট ৮ জন লোক বসে রয়েছে। ডানদিকের সারির সামনের জনকে চিহ্নিত্ব করে বিচারপতি জেবি পারদিওয়ালা বলে দাবি করা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই ছবিটি সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি  পারদিওয়ালা যিনি নুপূর শর্মাকে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছেন। আর উনার সাথে 7 স্টার হোটেলে এক টেবিলে বসে লাঞ্চ করছে একটু ভালো করে দেখুন চিনতে পারবেন কিনা আশা করি চিনতে পারবেন। এবার বুঝতে পারলেন তো সরকার তুমহারা হে মগর সিস্টেম হামারা হে।”

তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি ভুল এবং অসত্য। সাংবাদিক এন রামকে বিচারপতি জেবি পারদিওয়ালা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্টআর্কাইভ

প্রসঙ্গত, ইসলাম ধর্মের পয়গম্বর হজরত মহম্মদের নামে বিতর্কিত মন্তব্য করায় নূপুর শর্মার নামে দেশের বিভিন্ন রাজ্যে মামলা দায়ের করা হয়। এই সমস্ত মামলাগুলিকে দিল্লিতে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করেন প্রাক্তন বিজেপি নেতা। এই পিটিশনের শুনানির সময় নূপুর শর্মাকে ভর্ৎসনা করেন বিচারকের বেঞ্চে থাকা সূর্যকান্ত এবং জে বি পারদিওয়ালা। বিস্তারিত পড়ুন। 

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভাইরাল ছবিটিকে গুগলে রিভার্স ইমেয সার্চ করি। ‘মাইন্ডস্কেপস’ নামে একটি টুইটার হ্যান্ডেলে এই ছবির অনুসন্ধান পাওয়া যায়। ২০২২ সালের ৩ জুলাই তারিখে এই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “তামিলনাড়ুর অর্থমন্ত্রী পি. থিয়াগা রাজন, প্রণয় রায়, রাধিকা রায়, বৃন্দা কারাত, প্রকাশ কারাত, মরিয়ম রাম, এন রাম এবং দীপালি সিকান্দ -এর সাথে একয়ি শেফ টেবিল সেশনের আয়োজন করা হয়েছিল।”

ভাইরাল ছবিটি ‘মাইন্ডস্কেপস’ সংস্থার প্রতিষ্ঠাতা দীপালি সিকান্দের লিঙ্কডইন প্রোফাইলেও পাওয়া যায়। ২ জুলাই তিনি এই ছবিটি পোস্ট করেছিলেন। এই ছবিতে টেবিলে উপস্থিত সকলের নাম লেখা রয়েছে। 

ভাইরাল ছবিতে কে কে উপস্থিত আছেন?

ছবিতে বাম দিক থেকে ডানদিকে উপস্থিত রয়েছেন TNQ বুকস অ্যান্ড জার্নালের মালিক মারিয়াম রাম, এনডিটিভির সহ-প্রতিষ্ঠাতা প্রণয় রায়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) নেতা বৃন্দা কারাত, সাংবাদিক রাধিকা রায়, মাইন্ডস্পেস ক্লাবের প্রতিষ্ঠাতা দীপালি সিকান্দ, সিপিআই(এম) নেতা প্রকাশ কারাত, তামিলনাড়ুর অর্থমন্ত্রী পি থিয়াগা রাজন এবং দ্য হিন্দু পাবলিশিং গ্রুপের পরিচালক এন রাম উপস্থিত ছিলেন।

‘দ্য হিন্দু’ প্রকাশনা গোষ্ঠীর পরিচালক এন রাম ভাইরাল দাবিটিকে ভুল বলেছনে। তিনি একটি টুইট করে স্পষ্ট করেছেন যে ছবিটিতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পারদিওয়ালা নেই।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্তের ছবি পাওয়া যায় যার সাথে ভাইরাল ছবির ব্যক্তিদের চেহারার কোনও মিল পাওয়া যায় না। 

এর আগেও বিচারপতি জেবি পারদিওয়ালাকে কংগ্রেস বিধায়ক দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হয়েছিল। ফ্যাক্ট ক্রিসেন্ডো সত্যতা যাচাই করে সেটিকে ভুয়ো বলে প্রমাণ করে। ফ্যাক্ট চেকটি পড়ুন এখানে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। সাংবাদিক এন রামকে বিচারপতি জেবি পারদিওয়ালা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:প্রণয় রায়ের সাথে লাঞ্চ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা? জানুন সত্যতা

Fact Check By: Rahul A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *