ডাক্তারির স্নাতকে সর্বভারতীয় প্রবেশিকা পরিক্ষা NEET-UG কেলেঙ্কারির ঘটনা নিয়ে সারাদেশে তোলপাড়। পুরো ভারত থেকে প্রায় ২৪ লক্ষ ছাত্র যার মধ্যে বঙ্গের ১.২০ লক্ষ ছাত্র এই পরীক্ষায় বসেছিল। যা নিয়ে পরীক্ষা বাতিলের আর্জিও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে সংবাদপত্রের একটি ক্লিপিং-এ বেশ কয়েকটি ছাত্রের ছবি দেখানো হয়েছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিগুলো NEET এন্ট্রান্স প্রশ্নপত্র ফাঁসের সুবিধাভোগীদের এবং সাথে এও দাবি করা হচ্ছে, ফাঁসের সুবিধাভোগীরা মূলত মুসলিম সম্প্রদায়ের।

ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”উপরের ছবিগুলো NEET এন্ট্রান্স প্রশ্নপত্র ফাঁসের সুবিধাভোগীদের, নামগুলো দেখুন এবং বুঝে নিন যে তারা কারা !!”

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। NEET-UG পরীক্ষায় উচ্চ স্কোর অর্জনকারী ছাত্রদের প্রশংসা করে কেরালা ভিত্তিক কোচিং সেন্টার, ইউনিভার্সাল কোত্তাকাল-এর একটি বিজ্ঞাপনের ছবিকে সাম্প্রদায়িক রং চড়িয়ে ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল এই ছবি সম্পর্কিত বিস্তারিত জানতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘মাতৃভূমি’ নামের মালায়ালাম ভাষার ৬ জুনের ই-পেপারে একই ধরনের শিরোনাম সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে এটিকে বিজ্ঞাপন অংশে রাখা হয়েছে। এটি কেরালা ইউনিভার্সাল কোত্তাকাল-নামের কোচিং সেন্টারের বিজ্ঞাপন। সেই কোচিং সেন্টার থেকে নিট পরীক্ষায় উচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্রদের ছবি দেওয়া হয়েছে। বিজ্ঞাপনটির শিরোনামে লেখা হয়েছে, "কোটাক্কাল ইউনিভার্সাল ইনস্টিটিউট NEET ফলাফল 2024″। ছবিগুলি থেকে এটা স্পষ্ট যে এই তালিকায় শুধু মুসলিম ছাত্র নয়, অন্যান্য সম্প্রদায়ের ছাত্ররাও অন্তর্ভুক্ত।

তারপর আমরা ইউনিভার্সাল কোত্তাকাল-এর ওয়েবসাইটেও এই বিজ্ঞাপনের ছবিটি পাই।

ফ্যাক্ট ক্রিসেণ্ডো ইউনিভার্সাল কোত্তাকাল কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে। কোচিং সেন্টারের অধ্যক্ষ আব্দুল হামিদ আমাদের জানান,”বিজ্ঞাপনটি আমাদের কোচিং ইনস্টিটিউট দ্বারা তৈরি করা হয়েছে এবং স্থানীয় মালায়ালাম পত্রিকায় প্রকাশিত করা হয়। বিজ্ঞাপনটিতে প্রদর্শিত বেশিরভাগ ছাত্রদের মুসলিম সম্প্রদায়ের হওয়ার কারণ হল প্রতিষ্ঠানটি কেরালার মালাবার অঞ্চলে অবস্থিত যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি। বিজ্ঞাপনের এই তালিকায় অন্য সম্প্রদায়ের ছাত্ররাও রয়েছে।“

ইউনিভার্সাল কোত্তাকাল-এর বিজ্ঞাপনের এই ছবি ভুয়ো ও সাম্প্রদায়িক দাবির সাথে ভাইরালের পরে কোচিং সেন্টারের তরফ থেকে এক আইনত ব্যাবস্থা নেওয়া হবে বলে অভিযোগও দায়ের করেছেন।

এখন অবধি বিহার, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র রাজ্যে নিট দুর্নীতির সংযোগ পাওয়া গেছে বলে খবর গেছে। কিন্তু নিট দুর্নীতির সাথে কেরালা থেকে কেও যুক্ত রয়েছে বলে জানা যায়নি।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভাইরাল দাবিটি মিথ্যা। NEET-UG পরীক্ষায় উচ্চ স্কোর অর্জনকারী ছাত্রদের প্রশংসা করে কেরালা ভিত্তিক কোচিং সেন্টার, ইউনিভার্সাল কোত্তাকাল-এর একটি বিজ্ঞাপনের ছবিকে সাম্প্রদায়িক রং চড়িয়ে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:ছবিগুলো NEET এন্ট্রান্স প্রশ্নপত্র ফাঁসের সুবিধাভোগীদের? জানুন ভাইরাল দাবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False