সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি আবক্ষ বিশাল ভাইরাল হচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে পোস্টের ধোনির আবক্ষটি কাঠ দিয়ে তৈরি করতে সময় লেগেছে একমাস। এই আবক্ষ নির্মাণকারী শিল্পীরও ছবি দেওয়া হয়েছে পোস্টের ছবিতে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”কাঠ দিয়ে মহেন্দ্র সিং ধোনির মূর্তি বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন 🙏 #sourav।“

তথ্য যাচাই করে আমরা ভাইরাল দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। ছবিটির বাস্তব অস্তিত্ব নেই। আসলে ছবিটি এআই নির্মিত।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ছবিটি ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে লক্ষ্য করি যে ছবিতে কয়েকটি অসামঞ্জস্য রয়েছে যা সাধারণত এআই নির্মিত ছবিতে দেখা যায়। ধোনির আবক্ষের পাশে দাড়িয়ে থাকা শিল্পীর বাম পায়ে ছয়টি আঙ্গুল রয়েছে এবং ডান পায়ে চপ্পল দেখা যাচ্ছে না, শুধু স্ট্র্যাপ দেখা যাচ্ছে। অন্যপাশে টেবিলে কর্মরত ব্যাক্তির চপ্পলের ছবিটি স্পষ্ট নয়। যা থেকে ধারনা হয় যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে নির্মিত হতে পারে।

তারপর আমরা ছবিটিকে ‘এআই’ এর সাহায্যে তৈরি কন্টেন্ট ডিটেক্টর আপ্লিকেশন দিয়ে ছবির নিরীক্ষা করি। isitai.com ওয়েবসাইট অনুসারে,৮০% নিশ্চিত যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা।

অন্য আরেকটি ওয়েবসাইট ‘হাইভ মডারেশন’ অনুসারে, ৯৯.৯% নিশ্চিত যে ছবিটি এআই নির্মিত।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কাঠ দিয়ে তৈরি মহেন্দ্র সিং-এর ভাইরাল আবক্ষটির বাস্তব অস্তিত্ব নেই। ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।

Avatar

Title:কাঠ দিয়ে তৈরি মহেন্দ্র সিং-এর ভাইরাল আবক্ষটি AI নির্মিত

Fact Check By: Nasim Akhtar

Result: False