কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, খানগ্রেস ক্ষমতায় আসলে কি করবে দেখুন আপনার সমস্ত টাকা-পয়সা মুসলিমদের বিলিয়ে দেবে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে ভাইরাল। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে মুসলিমদের মাঝে সম্পদ বণ্টন করার কথা স্বীকার করছেন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে। ২৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে মাল্লিকার্জুন খাড়গেকে বলতে যাচ্ছে যে- কংগ্রেসের লোকেরা কী করছে জানেন? কংগ্রেসের লোকেরা আপনার ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে সব টাকা বের করে মুসলমানসহ বাইরের সব মানুষের মধ্যে ভাগ করে দিয়েছে, যাদের সন্তান বেশি তারা পাবে। ভাই, আপনার সন্তান না হলে আমি কি করব?

কংগ্রেস সভাপতি আসলেই কি এরকম কোন কথা তার ভাষণে বলেছেন? আসুন জেনেই ভাইরাল এই ভিডিওর নেপথ্যে লুকিয়ে থাকা আসল সত্য।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল এই ভিডিওটি অসম্পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাকে মিথ্যা বলে জনগণকে বোঝাতে প্রধানমন্ত্রীকে আক্রমন করে মাল্লিকার্জুন খাড়গের ভাষণের কয়েক সেকেন্ডের ক্লিপকে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে মাল্লিকার্জুন খাড়গের ভাষণের দীর্ঘরূপটি কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ৩ মে,২০২৪, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর সাথে দেওয়া তথ্য অনুযায়ী, কংগ্রেস সভাপতির ভাষণের এই ভিডিওটি গুজরাটের আহমেদাবাদের। ৩১৫৪ মিনিট থেকে ৩৩১৬ মিনিটের অংশটুকু ভাইরাল ভিডিওর অংশ।

তিনি আসলে আদম শুমারির কথা বলছেন এবং বলেছেন যে কোন সম্প্রদায়ের কতজন স্নাতক রয়েছে এবং তাদের আয় কত তা জানতে কংগ্রেস বর্ণ শুমারি করবে। এর ঠিক পরে, এখানে ভাইরাল ভিডিওটির অংশটি আসে যেখানে খাড়গে বলছেন, তখন মোদী সাহেব সাথে সাথে বললেন, আপনি কি জানেন কংগ্রেসের লোকেরা কী করছে? কংগ্রেসের লোকেরা আপনার ঘরে ঢুকছে, আলমারি ভাঙছে, সব টাকা বের করে বাইরের সব মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছে, মুসলমানদের মধ্যে ভাগ করছে, যাদের সন্তান বেশি তারা বেশি পাবে। ভাই, আপনার সন্তান না হলে আমি কি করব? তিনি আরও বলেন যে কিন্তু আমরা এটি বিতরণ করতে যাচ্ছি না আমরা কাউকে দিতে যাচ্ছি না। দুঃখিত যে মোদী সাহেব এটি ছড়িয়ে দিচ্ছেন। এ ধরনের চিন্তাভাবনা ভুল, সমাজের জন্য ভুল, দেশের জন্য ভুল এবং আমাদের সবার সাথে অন্যায়।

যা থেকে স্পষ্ট হয় কংগ্রেসের নামে মিথ্যা অপবাদ লাগানোর অভিযোগ তূলেছিলেন।

মাল্লিকার্জুন খাড়গের এই ভাষণের ভিডিওটি তার এক্স(টুইটার) প্রোফাইলেও পাওয়া যায়।

নীচে আসল ভিডিও এবং ভাইরাল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুন যা থেকে জলের মোট স্পষ্ট হয়ে যায় যে কংগ্রেস কর্তৃক মুসলিমদের মাঝে সম্পদ বণ্টন করে দেওয়ার মাল্লিকার্জুন খাড়গের ভিডিওটি অসম্পূর্ণ।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে, কংগ্রেস আপনার টাকা ছিনিয়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে এমন খড়গের বক্তব্যের ভিডিওটি অসম্পূর্ণ। আদম শুমারির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী মোদিকে। খাড়গের মূল বক্তব্যের একটি অসম্পূর্ণ অংশকে ভুল ব্যাখ্যা সহ শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:কংগ্রেস কর্তৃক মুসলমানদের মাঝে সম্পদ বণ্টন করা নিয়ে মাল্লিকার্জুন খাড়গের ভিডিওটি অসম্পূর্ণ

Written By: Nasim A

Result: Missing Context