ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে। বিজেপি থেকে মোহন চরণ মাঝিকে ওড়িশার মুখ্যমন্ত্রী করা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ সহ ভারতীয় জনতা পার্টির অনেক বরিষ্ঠ নেতারা। এই অনুষ্ঠান সম্পর্কিত প্রধানমন্ত্রী মোদীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ওড়িশায় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই চেয়ারে বসে পড়েন প্রধানমন্ত্রী মোদি। ২৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপের প্রথমের দিকে জাতীয় সঙ্গীতের সুর শোনা যাচ্ছে এবং সেই সময় মঞ্চে উপস্থিত নেতাগণকে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড পরেই মোদী হাত জোড় করে প্রনাম করে চেয়ার বসে পড়েন।

ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”দেশের জাতীয় সঙ্গীত কেও সমাদর করে না। এই আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি দেশের জাতীয় সঙ্গীতের চলা কালিন ই চেয়ারে বসে পড়লেন। यह है हमारे देश के प्रधानमंत्री जो देश के राष्ट्रगान के बीच मे ही कुर्सी पर बैठ जाते है।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা।

ফেসবুক পোস্ট

উল্লেখ্য, ১৩ মে থেকে ১ জুন তারিখের মধ্যে ওড়িশার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যার ফলাফলে প্রকাশ পেয়েছে ৪ জুন। ১৪৭টি আসনের মধ্যে ৭৮টি আসনে জয়ী হয়ে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। কেওঝর আসন থেকে জয়ী মোহন চরণ মাঝি ১২ জুন তারিখে ওড়িশার ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন।

তথ্য যাচাইঃ

ওড়িশার মুখ্যমন্ত্রী শপথ গ্রহন সমারোহের ভিডিও মুখ্যধারার বিভিন্ন চ্যানেলে পেয়ে যায়। লাইভ সম্প্রচারনের এই দীর্ঘ ভিডিওতে দেখা যায় যে, জাতীয় সঙ্গীত চলাকালীন মোদী সহিত মঞ্চস্থ সমস্ত নেতারাই দাড়িয়ে ছিলেন। জাতীয় সঙ্গীতের সুর শেষ হতেই মোদী সহ অন্য কয়েকজন নেতা চেয়ারে বসে পড়েন এবং পরক্ষনেই, অন্য একটি সঙ্গীত বেজে উঠে যা ছিল ওড়িশা রাজ্যের রাজ্য সঙ্গীত ‘বন্দে উৎকল জননী’। এই সুর বেজে ওঠার সাথে সাথে অমিত শাহ এবং অন্য কিছু নেতা প্রধানমন্ত্রী মোদিকে দাঁড়াতে বললেন এবং তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। যা থেকে স্পষ্ট হয় যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরেই চেয়ারে বসে পড়েছিলেন। তার বসে যাওয়ার সময় যে সঙ্গীতটি বেজে উঠেছিল তা ওড়িশার রাজ্য সঙ্গীত এবং রাজ্য সঙ্গীতের সমাদরে পরক্ষনেই তিনি উঠে দাঁড়িয়েছিলেন।

নীচে ফেসবুক পোস্টের ভিডিও এবং আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্যে উপনীত হয়েছে যে, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই মোদীর চেয়ারে বসে যাওয়ার দাবিটি মিথ্যা। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চেয়ারে বসেছিলেন। জাতীয় সঙ্গীতের পরে বাজানো সুর ছিল "বন্দে উৎকল জননী" যা ওড়িশার রাজ্য সঙ্গীত এবং রাজ্য সঙ্গীতের সমাদরে চেয়ার থেকে উঠে দাড়িয়েছিলেন প্রধানমন্ত্রী।

Avatar

Title:জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই মোদীর চেয়ারে বসে যাওয়ার দাবিটি মিথ্যা

Fact Check By: Nasim Akhtar

Result: False