তিল থেকে তাল, আসল খবরকে বিভিন্ন রকম ভিত্তিহীন দিক দিয়ে ভুয়ো ভাবে শেয়ার করায় কিছু বাংলা নিউজ পোর্টাল এবং ফেসবুক পেজের জুড়ি মেলা ভার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুসকান খান, দেখা করতে গেলেন মমতা ব্যানার্জি। কর্ণাটকে হিজাব-বিতর্কে ভাইরাল হওয়া মুসকানের ভিডিও এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু ছবি নিয়ে ৪ মিনিটের এই ভিডিওটি বানানো হয়েছে। পোস্টে দাবি করা হচ্ছে, সাক্ষাৎকার দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন মুসকান এবং তার সাথে দেখা করতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা ভিডিওতে উল্লেখ করা হয়নি।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুসকান খান | আজ দেখতে গেলেন মমতা নিলেন ডাক্তার | Muskan Hijab Row ©News Squad এই প্রতিবেদনটি তুলে ধরেছেন..!👆

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। মুসকানকে হাসপাতালে ভর্তি করা হয়নি এবং তার সাথে মমতা ব্যানার্জির সাক্ষাৎকারের খবরটি ভুয়ো।

ফেসবুক পোস্ট

আরও পড়ুনঃ ২০১০ সালের পাঞ্জাবের ভিডিওকে হিজাব-বিতর্কের জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

তথ্য যাচাই

ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে আমরা প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে শুরু করি। একাধিক বার সার্চ করেও মুসকানের অসুস্থ হওয়ার বা হাসপাতালে ভর্তি হওয়ার কোনও খবর দেখতে পাই না।

এরপর ফ্যাক্ট ক্রিসেন্ডো মুসকানের পরিবারের সাথে যোগাযোগ করে। তার বাবা মোহাম্মদ হুসেইন খান জানান, “ফ্যাক্ট ক্রিসেন্ডো মুসকান খানের বাবার সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান, “মুসকানের অসুস্থ হওয়ার খবরটি ভুয়ো। মুসকান সুস্থ আছে, বাড়িতে আছে। তাকে কোনও হাসপাতালে ভর্তি করা হয়নি এবং মমতা ব্যানার্জি তার সাথে দেখা করতে আসেননি। এর আগেও একই রকম ভুয়ো খবর ছড়িয়ে বলা হচ্ছিল সলমন খান বা রাহুল গান্ধী মুসকানের সাথে দেখা করে। এই সব দাবিগুলিই ভিত্তিহীন।”

এর আগে একইরকম ভিডিও শেয়ার করে দাবি করা হয় হিজাব বিতর্কের মুখ মুসকানকে কোটি কোটি টাকার সাহায্য করল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফ্যাক্ট ক্রিসেন্ডো তার সত্যতা যাচাই করে সেটিকে ভুয়ো প্রমাণ করে। পড়ুন এখানে

আরও পড়ুনঃ হিজাব-বিতর্কঃ মুসলিম মেয়েদের গায়ে জল ছোঁড়ার খবরটি ভুয়ো

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। মুসকানকে হাসপাতালে ভর্তি করা হয়নি এবং তার সাথে মমতা ব্যানার্জির সাক্ষাৎকারের খবরটি ভুয়ো।

Avatar

Title:হিজাব-বিতর্কঃ হাসপাতালে ভর্তি মুসকান, দেখা করলেন মমতা? জানুন সত্যতা

Fact Check By: Rahul A

Result: False