
সোশ্যাল মিডিয়ায় ফের বিভ্রান্তিকর শিরোনামের সাথে একটি ভুয়ো খবরকে ভাইরাল করা হচ্ছে। ‘সংবাদ ২৪ অনলাইন’ নামে একটি পোর্টাল একটি প্রতিবেদন শেয়ার দাবি করছে অভিনেত্রী ঐশ্বর্য রায়ের একটি ছেলে রয়েছে এবং তিনি মাত্র ১৫ বছর বয়সে এই সন্তানের জন্ম দেন। খবরটির শিরোনামে লেখা রয়েছে, “মাত্র ১৫ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দেন রাই সুন্দরী, নেটদুনিয়ায় ভাইরাল ঐশ্বর্যের ছেলের ছবি!”। ক্যাপশনেও একই কথা লেখা রয়েছে এবং থাম্বনেলে ঐশ্বর্যর যৌবন কালের দুটি ছবি দেওয়া রয়েছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ঐশ্বর্য রায় ১৫ বছর বয়সে কোনও সন্তানের জন্ম দেননি। তার একটি মাত্র মেয়ে রয়েছে।
তথ্য যাচাই
প্রতিবেদনটি পড়ে দেখতে পাই শিরোনামের সাথে মূল খবরের কোনও মিল নেই। শিরোনামে বলা হয়েছে ’১৫ বছর বয়সে সন্তানের জন্ম দেন’, অন্যদিকে প্রতিবেদনে (আর্কাইভ) লেখা রয়েছে অন্ধ্রপ্রদেশের এক যুবক দাবি করেছে বিশ্বসুন্দরী ঐশ্বর্য তার মা। এ যেন গল্পের গরু গাছে ওঠা। তারকাদের নিয়ে অনেকেই অনেক ভুয়ো মন্তব্য করেই থাকে কিন্তু শুধুমাত্র ক্লিক পাওয়ার উদেশ্যে সেটাকে খবর বানানো নিম্ন মানসিকতার পরিচয় দেয়।
এই দাবির তথ্য যাচাই করতে প্রথমে আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে অনুসন্ধান করার চেষ্টা করি। সংবাদমাধ্যম ‘মুম্বাই মিরর’র একটি প্রতিবেদন থেকে জানতে পারি,
অন্ধ্রপ্রদেশের এক যুবক দাবি করেছেন তিনি ঐশ্বর্য রায়ের এক সন্তান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুবকের নাম সঙ্গীত কুমার। বয়স ২৯। ঐশ্বর্য রাই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। সঙ্গীত কুমারের দাবি, মিস ওয়ার্ল্ড হওয়ার ৬ বছর আগেই নাকি বচ্চন ঘরণির কোলে তিনি জন্ম নেন। অন্ধ্রপ্রদেশের এই যুবকের কথায়, “১৯৮৮ সালে আইভিএফ-এর মাধ্যমে উনি আমার জন্ম দেন। গত ২৭ বছর ধরে আমি শোদাভ্রমে বড় হয়েছি। এক বছর ও দু’বছর বয়সে মুম্বইতে ঠাকুমা কৃষ্ণরাজ রাইয়ের কাছে থাকতাম আমি। ২০১৭-র এপ্রিল মাসে মারা যান ঠাকুমা। আমার কাকার নাম আদিত্য রাই।“
এই প্রতিবেদনে ‘ভারত বার্তা’র থাম্বনেলে দেখতে পাওয়া ছবিটিকে পাওয়া যায়। এই যুবকই দাবি করে যে সে ঐশ্বর্যর ছেলে। যদিও এই ঘটনায় কোনও মন্তব্য করেননি ঐশ্বর্য রায়।
আরও দেখতে পাই ২০১৮ সালে এই খবরটি নিয়ে বেশ জল্পনা হয়েছিল। অনেক সংবাদমাধ্যমই এই মর্মে প্রতিবেদনে প্রকাশ করে। কিন্তু সমস্ত প্রতিবেদনগুলিতে শিরোনামেই উল্লেখ করা হয়ে যে ‘এমনটা দাবি করা হয়েছে’। অন্যদিকে, ব্যাঙের ছাতার মতো বাংলার কিছু উঠতি পোর্টাল ক্লিক পাওয়া লোভে হলুদ সাংবাদিকতার মধ্যমণি হয়ে দাড়িয়েছে।
এছাড়া, ইউকিপিডিয়া থেকে জানতে পারি ঐশ্বর্য রায় এবং তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের একটি মাত্র মেয়ে রয়েছে যার নাম আরাধ্যা।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ২০১৮ সালের অন্ধ্রপ্রদেশের ব্যাক্তি দাবি করে সে ঐশ্বর্যর ছেলে। এই ঘটনাকে বিভ্রান্তিকর শিরোনামের সাথে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে।

Title:বিভ্রান্তিকর প্রতিবেদন শেয়ার করে ভুয়ো দাবি, ১৫ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দেন ঐশ্বর্য
Fact Check By: Rahul AResult: Misleading