
২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে ঘোষণা হয়েছে ২ মে। দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মসনদে বসেছে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, প্রধান প্রতিপক্ষ বিজেপি ৭৭টি আসন পেয়েছে। নির্বাচন শুরুর আগে থেকেই দু’পক্ষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সত্য এবং ভুয়ো পোস্ট শেয়ার করে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেছিল।
ফলের পরেও সেই ধারা অব্যহত রইল। সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মমতার সামনে মাথা নত করে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দাড়িয়ে রয়েছেন এবং তার পাশে নিচু হয়ে প্রণামের মুদ্রায় রয়েছেন মোদী। ছবির ওপরে লেখা রয়েছে, “আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, অবশেষে মাথা নত করলেন চৌকিদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে“। ক্যাপশনে লেখা রয়েছে, “ভুল আমি করেছি তাই ক্ষমা চেয়েছি দিদি তুমি আমায় ক্ষমা করে দাও আর আসবো না বাংলায়”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং ভুয়ো। মোদী ও আডবাণীর একটি ছবি সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।


আরও পড়ুনঃ উড়িষ্যার পুলিশভ্যানে হামলার পুরনো ভিডিওকে বাংলার দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল
তথ্য যাচাই
প্রথমে ছবিটিকে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে সংবাদমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে এর খোঁজ পাওয়া যায়। আসল ছবিতে নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আডবাণীর পা ছুঁয়ে প্রণাম করছেন, মমতার নয়। ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বরের এই প্রতিবেদন থেকে জানতে পারি এটি ওই বছরের মধ্যপ্রদেশের ভোপাল শহরের একটি জনসমাবেশেরে ছবি।

এরপর আরও দেখতে পাই, ২০১৬ সালে এই একই ছবিকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজেপি।

নিচে আসল ছবি এবং সম্পাদিত করা ভাইরাল ছবির একটি তুলনা দেওয়া হল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৩ সালের নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আডবাণীর একটি ছবি সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:সম্পাদিত ছবিঃ না, মমতার সামনে মাথা নত করে ক্ষমা চাননি মোদী
Fact Check By: Nasim AResult: Altered