সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্ঘটনার খবর সামনে এসেছিল। কালীঘাটের বাড়ির বাগানে হাঁটার সময় দুর্ঘটনা ঘটেছিলো যার দরুন মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বের হওয়ার বেশ কয়েকটি ছবি সংবাদমাধ্যম গুলোতে, দলের তরফ থেকে সম্প্রচারিত করা হয়েছিল। তার এই দুর্ঘটনার ছবির সাথে অন্য একটি ছবির কোলাজ শেয়ার করে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় আঘাত পাওয়ার অভিনয় করছেন। কোলাজ ছবি দুটির একটিতে মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বের হতে দেখা যাচ্ছে এবং ওপরটিতে কপালে ব্যান্ডেজ লাগানো অবস্থায় দেখা যাচ্ছে। দেখাই বোঝা যাচ্ছে প্রথম ছবির যেখান থেকে রক্ত বের হচ্ছে সেখানে ব্যান্ডেজটি লাগানো হয়নি। কোলাজটির নীচের দিকে লেখা হয়েছে,”মাথা ফেটেছিল কপালের মাঝখানে আবার ব্যান্ডেজ টা লাগিয়েছে সাইডে।“

পোস্টের ক্যাপশন লেখা হয়েছে,”Baper ta kamon holo 🙂 মাথা ফেটেছিল কপালের মাজখানে আবার ব্যান্ডেজ টা লাগিয়েছে সাইডে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভিডিওটি বিভ্রান্তিকর। দুটি ভিন্ন ভিন্ন ঘটনার ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ছবিদুটোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি।

প্রথম ছবিঃ

মুখ্যমন্ত্রীর কপালের মাঝখানে রক্তক্ষরণের ক্ষত সহ এই ছবিটি তৃনমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে পাই। ১৪ মার্চ তারিখে করা এই এক্স পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর চোট পেয়েছেন। দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখুন।"

https://twitter.com/AITCofficial/status/1768286010264502610

দুর্ঘটনার পরক্ষনেই দ্রুত তাকে পিজি হাসপাতালে (এস এস কে এম) ভর্তি করা হয়।কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দিয়ে দুই ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

দ্বিতীয় ছবিঃ

২৪ জানুয়ারি,২০২৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, বর্ধমানে একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে ফেরার সময় তার গাড়িটি অন্য গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক কষতে হয়েছিল যার ফলে মুখ্যমন্ত্রীর কপালে চোট পেয়েছিল। পরে তিনি রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন।

প্রতিবেদন আর্কাইভ

এই নিয়ে অনেক সংবাদ প্রকাশিত হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঘটনার পরে রাজভবনের সামনে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। ভাইরাল হওয়া ছবিটি এ সময় তোলা।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ফেসবুক পোস্টের ভিডিওটি বিভ্রান্তিকর। কোলাজের ছবি দুটি ভিন্ন ভিন্ন ঘটনার। কপালে ব্যান্ডেজ লাগানো ছবিটি দুই মাস পুরনো।

Avatar

Title:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার আঘাত নিয়ে নাটক করছেন? জানুন ভাইরাল কোলাজের সত্যতা

Written By: Nasim A

Result: False