চলতি মাসের ৭ তারিখে ইসরায়েল সবচেয়ে বড় হামলা চালায় প্যালেস্তাইন জঙ্গি সংগঠন হামাস। প্রতি উত্তরে ইজরায়েলও গাজা শহরে রকেট মিসাইল ছুঁড়ে। প্যালেস্তাইন- ইসরায়েলের এই সংঘর্ষ বর্তমানে যুদ্ধের রুপ ধারণ করেছে। এই সংঘর্ষে ২১০০ জনেরও বেশি প্রাণঘাতী ঘটেছে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। ইজরায়েল প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে দাবি যে, বেঞ্জামিন নেতানিয়াহু তার ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠালেন। পোস্টের ছবিতে বেঞ্জামিন নেতানিয়াহুকে এক যুবকের গালে হাত দিয়ে তাকে বিদায়ের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” #দেশের জন্য #লড়বেন #প্রধানমন্ত্রী নেতানিয়াহুর #ছেলে! ছেলেকে #যুদ্ধে পাঠালেন #ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ছবিটি ২০১৪ সালের যখন বেঞ্জামিন নেতানিয়াহুর কনিষ্ঠ পুত্র আভনার নেতানিয়াহু ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে তার সামরিক পরিষেবা শুরু করেছিলেন।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই অনেক প্রতিবেদনেই এর উল্লেখ পেয়ে যায়। The Times of Israel-এর ১ ডিসেম্বর,২০১৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র আভনার নেতানিয়াহু ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) বাধ্যতামূলক সামরিক পরিষেবা শুরু করতে যাচ্ছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা, তাদের ছেলেকে জেরুজালেম হিল পয়েন্টে ছাড়তে এসেছিলেন।

প্রতিবেদন আর্কাইভ

The Jerusalem Post-এর প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন আর্কাইভ

১৯৪৯ সালের ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা আইন অনুযায়ী, ইহুদি, দ্রুজ বা সার্কাসিয়ান ধর্মাবলম্বী ইসরায়েলি নাগরিকদের ১৮ বছর বয়সে পৌঁছালে তাদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা করতে হয়। অন্যান্য ইসরায়েলি আরব, ধর্মীয় মহিলা, বিবাহিত ব্যক্তি এবং যারা চিকিৎসা বা মানসিকভাবে অযোগ্য বলে বিবেচিত তাদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুরুষদের সর্বনিম্ন ৩২ মাসের জন্য এবং মহিলাদের সর্বনিম্ন ২৪ মাসের জন্য এই সেবা প্রদান করতে হবে বলে আশা করা হয়।

আভনার নেতানিয়াহু ২০১৭ সালে তার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করেছেন।

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ছবিটি ২০১৪ সালের যখন বেঞ্জামিন নেতানিয়াহুর কনিষ্ঠ পুত্র আভনার নেতানিয়াহু ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে তার সামরিক পরিষেবা শুরু করেছিলেন।

Avatar

Title:ছেলের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পুরনো ছবি চলমান যুদ্ধের আবহে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: Missing Context