৭ অক্টোবর তারিখে হামাস সংগঠন দ্বারা ইসরায়েল হামলায় ইজরায়েল-ফিলিস্তিনের সংঘর্ষ এখন যুদ্ধের রুপ ধারণ করেছে। যার জেরে ৩২০০ জনেরও বেশি লোকজনের প্রান হারিয়েছে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর আনাচে কানাচে থেকে নিজের নিজের সমর্থন ব্যাক্ত করছে সাধারন মানুষ। শেয়ার করা হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। তেমনই একটি ভিডিও আমাদের নজরে পড়েছে যা শেয়ার করে ফেসবুক ইউজার দাবি করছে, চলমান ইজরায়েল- ফিলিস্তিন সংঘর্ষের মাঝে আইডিএফ এর সামনে নিজের ছেলেকে ঠেলে দিচ্ছেন ফিলিস্তিনি বাবা। ১ মিনিট ৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশুকে সামরিক বাহিনীর কাছে যেতে বাধ্য করছে ব্যাক্তি। সেই ব্যাক্তি সহ শিশুর হাতেও রয়েছে ফিলিস্তিনের জাতীয় পতাকা। সামরিক বাহিনিকে ঢিল ছুঁড়ে মারার আদেশ এবং শিশুটিকে গুলি করার কথা শোনা যাচ্ছে। শিশুটি সামরিক বাহিনীর কাছে পৌঁছালে সেনারা শিশুটির সাথে হাই-ফাইভ করছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ইজরায়েল সেনার আগে নিজের ছেলে কে গুলি খেতে ঠেলে সামনে এগিয়ে দিচ্ছে প্যালেস্টাইনের এক জিহাদী। এরা মানুষ? এটাই এদের মজহব?।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষেরই কিন্তু সম্প্রতির নয়। ৭ বছর পুরনো ভিডিওকে সাম্প্রতিক ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেম গুলোকে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘Leibel Mangel’ নামের ফেসবুক প্রোফাইলে পেয়ে যায়। ভিডিওটি ২০১৬ সালের ৩০ জুলাই তারিখে পোস্ট করা হয়েছে। ভিডিওর শিশুটির নাম মুহাম্মদ সুরুর যার বয়স ৩ বছর বলে চিহ্নিত হয়েছে। ক্যাপশনে এটিকে ফিলিস্তিনি বাবা তার নিজের ছেলেকে ইজরায়েলি সৈন্যের সামনে ঠেলে দেওয়ার ঘটনা বলে জানানো হয়।

আমরা জানি যে, সম্প্রতির ইজরায়েল- ফিলিস্তিন সংঘর্ষ ৭ অক্টোবর তারিখ থেকে শুরু হয়েছে। কিন্তু ফেসবুক পোস্টের ভিডিওটি ২০১৬ সালের ৩০ জুলাই তারিখে প্রথম শেয়ার করা হয়েছে যা থেকে প্রমানিত হয় যে ভিডিওটি সাম্প্রতিক ইজরায়েল- ফিলিস্তিন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়।

তৎকালীন সময়েও এই ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। এই ভিডিও ঘিরে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেও লিস্তিনি বাবা তার নিজের ছেলেকে ইজরায়েলি সৈন্যের সামনে ঠেলে দেওয়ার ঘটনা বলে জানতে পারি। প্রতিবেদন গুলো দেখুন এখানে, এখানে,।

ইজরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেত্যানিয়াহু ভিডিওটি দেখে নিজের মন্তব্য প্রকাশ করতে গিয়ে বলেছিলেন,” আমি এইমাত্র একটি ভিডিও দেখলাম যা আমার সত্তার মূলকে নাড়া নাড়িয়ে দিয়েছে।“ আরও বলেন যে,” মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, এটা দেখায় কেন আমাদের দ্বন্দ্ব অব্যাহত রয়েছে।“

বেঞ্জামিন নেত্যানিয়াহুর ভিডিও মন্তব্যটি নীচে দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ৭ বছর পুরনো ভিডিওকে সাম্প্রতিক ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ফিলিস্তিনি বাবার নিজের ছেলেকে ইসরায়েলি সৈন্যের সামনে ঠেলে দেওয়ার ভিডিও সাত বছরের পুরনো

Written By: Nasim Akhtar

Result: Missing Context