সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সাথে তরুন বিরাট কোহলির ছবি। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে ঋষি সুনকের মত চেহরার একজন ব্যাক্তি এক তরুন ছেলের হাতে পুরস্কার জাতীয় কিছু দিয়ে ফটো তোলার ভঙ্গিতে দাড়িয়ে রয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ বিরাট কোহলির সঙ্গে ঋষি সুনকের পুরনো ছবি 😎।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ভাইরাল ছবিতে দেখতে পাওয়া তরুন ছেলেটি বিরাট কোহলি এবং পুরস্কার প্রদানকারী ব্যাক্তিটি ঋষি সুনক নয়, ভারতীয় প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা।

ফেসবুক পোস্ট আর্কাইভ

উল্লেখ্য, ২১০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ (৪২ বছর) ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত চলতি মাসের ২৫ তারিখে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে খুব সহজেই এই ছবির সম্পর্কিত আসল তথ্য পেয়ে যায়।

ভাইরাল এই ছবিটি সংবাদমাধ্যম এনডি টিভির টুইটার হ্যান্ডেল থেকে ২০১৭ সালের ২ নভেম্বর তারিখে টুইট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছিল, ” আশিস নেহরা এবং বিরাট কোহলির পুরনো ছবি টুইটারকে অতীত-আর্তি করে তুলেছে।“

এনডি টিভির প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল ছবিটি ২০০৩ সালের। আশিস নেহরার কাছ থেকে একটি পুরস্কার গ্রহণ করছিলেন বিরাট কোহলি।

প্রতিবেদন আর্কাইভ

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ নভেম্বর তারিখে ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং তৎকালীন সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এই ম্যাচে জয়ের পরেই আশিস নেহরা তার দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট জীবনের ইতি টেনে ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছিলেন। আশিস নেহরার তরুন বিরাট কোহলিকে পুরস্কার প্রদান করা থেকে শুরু করে তার নেতৃত্বে ক্রিকেট জীবনের অবসার ঘোষণার প্রসঙ্গেই এই ছবি তৎকালীন সময় থেকেই ইন্টারনেটে ভাইরাল হয়েই রয়েছে। পড়ুন এখানে, এখানে

সাংবাদিক সাক্ষাৎকারে স্বয়ং আশিস নেহরা ভাইরাল ছবির প্রসঙ্গে বলেছিলেন, “এই ছবি বিরাটের কারণে বিখ্যাত, আমার নয়।“ এই ভিডিও প্রতিবেদনের ৫৮ সেকেন্ডের পর থেকে আশিস নেহরার মন্তব্য শূনতে পাবেন।

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়, ভাইরাল ছবিতে দেখতে পাওয়া তরুন যুবকটি হল বিরাট কোহলি এবং পুরস্কার প্রদানকারী ব্যাক্তি প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা, ঋষি সুনক নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ভাইরাল ছবিতে দেখতে পাওয়া তরুন ছেলেটি বিরাট কোহলি এবং পুরস্কার প্রদানকারী ব্যাক্তিটি ঋষি সুনক নয়, ভারতীয় প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা।

Avatar

Title:বিরাট কোহলি ও প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরার পুরনো ছবি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রসঙ্গে ভাইরাল

Fact Check By: Nasim Akhtar

Result: False