
তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, গুজরাট থেকে হাজার হাজার করনি সেনার সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউতকে স্বাগত করার জন্য মুম্বই এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। তিনটি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে অনেকগুলি লোক কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নিরাপত্তার সাথে নিয়ে যাচ্ছে। অন্য দুটি ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি গাড়ি লাইন করে রাস্তা দিয়ে যাচ্ছে। এই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “#গুজরাট থেকে হাজার হাজার করনি সেনা মুম্বাই এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা দিয়েছে…. ♥️💪♥️💪♥️💪♥️💪♥️💪♥️💪♥️💪♥️ #দেশভক্ত কঙ্গনা রানাওয়াত স্বাগত জানানোর জন্য 🙏🚩🚩 ভারত কি বেটি কঙ্গনা রানাওয়াত 🇮🇳🙏 দেশদ্রোহীরা সাবধান …… জয় হিন্দুত্ব🚩🚩🚩🚩🚩🚩🚩”
ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখতে পেয়েছে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর।

তথ্য যাচাই
পোস্টের ছবিগুলিকে একটি একটি করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে অনুসন্ধান করি।
১ম ছবি

রিভার্স ইমেজ সার্চ করে এই সময় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে (আর্কাইভ) এই ছবিটি দেখতে পাই। এটি কঙ্গনা রানাউতের মুম্বই বিমান বন্দরে পৌঁছনর পরের ছবি। কেন্দ্রের দেওয়া ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ায় এদিন তাঁকে ঘিরে রেখেছিল কম্যান্ডো সহ নিরাপত্তা রক্ষীদের ১৩ জনের একটি দল।

উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে শিবসেনা নেতৃত্বের সঙ্গে টানা বাগযুদ্ধ, সঙ্ঘাত চলছে কঙ্গনা রানাউতের। মুম্বই নিরাপদ নয়, পাক অধিকৃত কাশ্মীর— এমন সব মন্তব্য করেছেন কঙ্গনা। উল্টো দিকে শিবসেনাও কার্যত তাঁকে মুম্বইয়ে না ঢোকার হুমকি দেয়। তার মধ্যে আবার বুধবার কঙ্গনার পালি হিলসের অফিস বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙতে শুরু করেন বৃহন্মুম্বই পুর কর্তৃপক্ষ। কিন্তু কঙ্গনার আইনজীবী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত অফিস ভাঙার কাজে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। আরও জানতে এখানে পড়ুন।
২য় ছবি

রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর রামাওয়াতার গুর্জর নামে একজন টুইটার ইউজার তার অ্যাকাউন্ট থেকে এই ছবিটির একটি ফটোশপ করা ছবি পোস্ট করেছিলেন। এডিট করা এই ছবিটির ওপর লেখা রয়েছে ‘পায়লটের (সচিন পায়লট) কনভয়’ এবং সবচেয়ে সামনের গাড়িতে রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পায়লটের একটি ছবিকে জোড় করে ফটোশপ করে বসানো হয়েছে।
কিওয়ার্ড সার্চ করে আমরা এই ছবিটি খুঁজে পাইনি কিন্তু সচিন পায়লটের টুইটার হ্যান্ডেল থেকে ২০১৬ সালে পোস্ট করা রাজস্থানের সাওয়াইমোধপুরে একটি র্যালির অন্য একটি ছবি পাই যার সাথে পোস্টের ছবির কিছু সাদৃশ্য খুঁজে পাই।

ছবি দুটিকে পাশাপাশি রেখে দেখুন
৩য় ছবি

রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, ২০১৮ সালের ১২ এপ্রিল ‘ব্রাহ্মণ গ্রুপ যমুনানগর তাজেওয়ালা’ নামে একটি ফেসবুক পেজ থেকে এই ছবিটি পোস্ট করা হয়েছিল। এই ছবির ওপরে এডিট করে নরেন্দ্র মোদির ছবি বসানো হয়েছে এবং হিন্দি ভাষায় লেখা রয়েছে, “ব্রাহ্মণ আসছে সবাই দূরে যাও।‘

২০১৭ সালের একটি টুইটেও এই ছবিটি দেখতে পাই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। এই ছবিগুলি ২০১৭ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।

Title:পুরনো ছবির শেয়ার করে ভুয়ো দাবি, কঙ্গনাকে স্বাগত করতে যাচ্ছে করনি সেনার দল
Fact Check By: Rahul AResult: False