
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজস্থান পুরসভা নির্বাচনে ৫০টির মধ্যে ৪১টি পৌরসভায় পরাজিত বিজেপি। একটি টেক্সট পোস্ট শেয়ার করে এই দাবি করা হচ্ছে যেখানে লেখা রয়েছে – রাজস্থানে 50টি পৌরসভা নির্বাচনে 41টি পৌরসভায় পরাজিত বিজেপি। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপি সমগ্র ভারতবর্ষে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন। ২০২০ সালের রাজস্থান পুর নির্বাচনের ফলাফলকে সম্প্রতির খবর দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে কিওয়ার্ড সার্চ করে অনুসন্ধান করার চেষ্টা করি সম্প্রতি রাজস্থান পৌরসভা নির্বাচন হয়েছে কিনা। ফলাফলে কোনও যথাযথ পাই না। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-এর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তারিখেরভ একটি প্রতিবেদন থেকে জানতে পারি, ৩১ জানুয়ারি রাজস্থানের মোট ৯০টি পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে ৪৮টি পৌরসভায় জয়লাভ করে কংগ্রেস এবং ৩৭টি পুরসভা দখল করে বিজেপি এবং তিনটি পুরসভায় স্বাধীন প্রার্থীর জয় হয়। ৯০টি পুরসভা জুড়ে মোট ৩,০৩৪টি ওয়ার্ডে ভোট হয় যার মধ্যে ১,১৯৪টি আসনে কংগ্রেস, ১,১৪৬টি আসনে বিজেপি এবং ৬৩১টি আসনে স্বাধীন প্রার্থীরা জয়লাভ করে।

রাজস্থান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই নির্বাচনের বিস্তারিত ফলাফল খুঁজে পাই।
সংবাদমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’-এর ২০২০ সালের ১৩ ডিসেম্বরের প্রতিবেদন থেকে জানতে পারি, ওই বছর রাজস্থানের ১২টি জেলার মোট ৫০টি পুরসভার ১,৭৭৫টি আসনে পুর ভোট হয়। এই নির্বাচনে ৬১৯টি ওয়ার্ডে কংগ্রেস, ৫৪৭টি বিজেপি এবং ৫৯৭টি আসনে বিজেপি জয়ী হয়। রাজস্থান কংগ্রেস রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা দাবি করেন, ৫০টি পুরসভার মধ্যে কংগ্রেস কমপক্ষের ৪১টিতে কাউন্সিলে বোর্ড গঠন করতে চলেছে।
রাজস্থান নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই নির্বাচনের বিস্তারিত ফলাফল খুঁজে পাই।

ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানতে পারি, এই নির্বাচনে মোট ৩৩টি পুরসভায় বোর্ড গঠন করে কংগ্রেস এবং বিজেপি ১০টি পুরসভায়।
ওপরে দেওয়া সমস্ত তথ্য এবং প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় ২০২০ সালের ঘটনাকে সম্প্রতির দাবি করে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০২০ সালের রাজস্থান পুর নির্বাচনের ফলাফলকে সম্প্রতির খবর দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:২০২০ সালের রাজস্থান পুর ভোটের ফলকে সম্প্রতির খবর দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False