
২০১৮ সালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, মাস্ক ছাড়াই করোনা আক্রান্ত দিলীপ ঘোষের সাথে দেখা করলেন বিজপেই নেতা কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়। ছবিতে দেখা যাচ্ছে একটি হাসপাতালের বেডের ওপর শুয়ে আছেন দিলীপ ঘোষ এবং বেডের দুদিকে দাড়িয়ে আছেন কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়। ছবিতে মুকুল রায়কে স্পষ্ট ভাবে না দেখা গেলেও বোঝা যাচ্ছে এটি তিনিই। এই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “করোনা আক্রান্ত দিলীপ ঘোষের শুশ্রূষায় কৈলাশ, মুকুল …..মাস্ক ছাড়া”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০১৮ সালে দিলীপ ঘোষ কোমর ব্যাথ নিয়ে হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায় তার সাথে দেখা করতে যান। এটি তখনকারই ছবি।

এখানে বলে রাখা ভালো, শুক্রবার করোনা আক্রান্ত হন দিলীপ ঘোষ। এদিন সন্ধ্যায় তাঁকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য যাচাই
ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’-এর একোতি প্রতিবেদনে এর অনুসন্ধান পাওয়া যায়। ২০১৮ সালের ১৮ জানুয়ারির এই প্রতিবেদন অনুযায়ী,
সরস্বতী পুজোর দিন অসুস্থ হওয়ার পর দিলীপ ঘোষকে সল্টলেকের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার সাথে দেখা করতে যান কৈলাস বিজয়বর্গী ও মুকুল রায়।

এরপর গুগলে কিওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম ‘এবেলা’-এর একটি প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি, ২২ জানুয়ারি কোমর ব্যাথার কারনে দিলীপ ঘোষকে হাসাপাতালে ভর্তি করা হয়।
এরপর কিওয়ার্ড সার্চ করে ইউটিউবে একটি ভিডিও দেখতে পাই যেখানে পোস্টের এই ছবিটিকে দেখা যাচ্ছে। ২০১৮ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত এই ভিডিওটির শীর্ষকে লেখা রয়েছে, “আসন্ন উপনির্বাচনে রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষের বার্তা”। ভিডিওটিতে দিলীপ ঘোষকে বলেন। “আসন্ন উলুবেরিয়া উপনির্বাচন সমারোহে আমার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু শারীরিক কারনে হয়ত আমি আপনাদের সাথে পুরোপুরি থাকতে পারছি না”।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৮ সালে দিলীপ ঘোষ কোমর ব্যাথ নিয়ে হাসপাতালে হাসপাতালে ভর্তি হন। কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায় তার সাথে দেখা করতে যান। এটি তখনকারই ছবি।

Title:২০১৮ সালের দিলীপ ঘোষের হাসপাতালে শয্যাশায়ী ছবিকে সম্প্রতির বলে ভুয়ো দাবি করা হচ্ছে
Fact Check By: Rahul AResult: False