
পাঁচ বছর পুরনো ছবিকে ধর্মীয় ইঙ্গিতের সাথে ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, গরুর মাংস ছড়িয়ে মুসলিম জাতিকে বদনাম করার অপরাধে ধরা পড়ল আরএসএস কর্মী। এই একই পোস্ট গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “Rss আতংবাদি ধরা পড়লো “মন্দিরে গরুর মাংস ফেলার জন্য। বোরখা পরে মুসলিম জাতি কে বদনাম করার জন্য গিয়েছিল। হিন্দু আতংবাদি।“ তথ্য যাচাই শুরু করার আগে ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই, ভারত সহ বিভিন্ন বাংলাদেশের গ্রুপেও এই পোস্টটি একই দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
এই পোস্টটি এর আগে ২০১৯ সালেও ভাইরাল হয়েছিল। ফ্যাক্ট ক্রিসেন্ডো হিন্দি ভাষায় তার তথ্য যাচাই করেছিল।
তথ্য যাচাই
ছবিগুলিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই, এগুলি ২০১৫ সালের একটি ঘটনার ছবি। বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবরটি প্রকাশ করেছিল। ‘ইন্ডিয়া ডট কম’ নামে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন (আর্কাইভ) থেকে জানতে পারি, ২০১৫ সালে এই পোস্টটি সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দাবি করা হয়েছিল বোরখা পরা এই ব্যক্তিটি একজন আরএসএস সদস্য এবং উত্তর প্রদেশের আজমগড়ে তাকে মন্দিরে গরুর মাংস ছড়ানোর অপরাধে ধরা হয়েছিল। ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’ নামে আর একটি সংবাদমাধ্যমে এই একই প্রতিবেদন (আর্কাইভ) প্রকাশ করা হয়েছিল।
এই দুটি ছাড়া, এই ঘটনাকে নিয়ে আরও বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টস রয়েছে কিন্তু সব গুলোই ২০১৫ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট গুলির অপর ভিত্তি করে লেখা হয়েছে। কোনও প্রতিবেদনেই এই দাবিটির সত্যতা যাচাই করা হয়নি। অন্যদিকে, ২০১৫ সালের ওই দাবিটির সতত্যা নিয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি।
ফেসবুকে কিওয়ার্ড সার্চ করে ২০১৯ সালের একটি পোস্ট থেকে দেখতে পাই, এই তিনটি ছবি ২০১৫ সালেও একই দাবির সাথে শেয়ার করা হয়েছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। এগুলি ২০১৫ সালে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি পোস্টের ছবি। এটি সম্প্রতির ঘটনা নয়।

Title:মন্দিরে গরুর মাংস ফেলার জন্য ধরা পড়ল আরএসএস কর্মী, ভুয়ো দাবির সাথে উঠে এল পুরনো ছবি
Fact Check By: Rahul AResult: False