মালদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ভিডিওটি সম্প্রতির নয়
ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ট্যুরের পর থেকেই ভারত-মালদ্বীপ ভ্রমন স্পট নিয়ে ইন্টারনেটে শুরু হয়েছে একে ওপরের প্রতি কাদা ছোড়া ছুড়ি। মালদ্বীপ সরকারের এক মন্ত্রী মোদীকে ‘জোকার’ বলে সম্বোধন করে সাথে আরও দুই জন মন্ত্রী প্রধানমন্ত্রীকে ঘিরে অবমাননাকর মন্তব্য করে। এই মন্তব্যের জেরে মালদ্বীপ সরকার সেই তিন মন্ত্রীকে বরখাস্ত করে এবং অপরপক্ষে ভারতবাসী ‘মালদ্বীপ বয়কটের’ ডাক দেই এবং লাক্ষাদ্বীপ সহ ভারতীয় টুরিস্ট স্পট গুলোর প্রচার করা শুরু করেছে। এই ট্রেন্ডে সাধারন মানুষ থেকে রনবীর সিং, অমিতাভ বচ্চন, ভিরেন্দ্র সেহবাগ-এর মত তারকারা সামিল হয়েছেন। এই পরিস্থতির মাঝে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মালদ্বীপবাসীরা বিক্ষোভ প্রদর্শন করছে। ভিডিওতে মোদীর মুখোশ পরা একদল বিক্ষোভকারীকে মোদীর উপহাস করতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মালদ্বীপে আমাদের প্রধানমন্ত্রী কে অপমান করে জিহাদীদের মিছিল 😡😡 এদের আরো কঠিন শাস্তি দিতে হবে। সম্পূর্ণ বয়কটই একমাত্র উত্তর।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। বিক্ষোভ প্রদর্শনের এই ভিডিওটি সম্প্রতির নয়।
তথ্য যাচাই
ভিডিও সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ভিডিওর কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক হিন্দুস্তান টাইমস-এর একটি ভিডিও উপস্থাপন পেয়ে যায়। ১ জুলাই,২০২৩, তারিখে আপলোড করা এই উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,” মালদ্বীপ সরকার 'ইন্ডিয়া আউট' বিক্ষোভের প্রতিবাদ; বলেছেন, 'মোদির বিরুদ্ধে ঘৃণা সহ্য করব না।“
‘স্ক্রোল’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিত্রিত মুখোশ পরা এবং হাতে ব্যানার হাতে বিক্ষোভ প্রদর্শনের এই ঘটনাটি ঘটেছিলো ২০২৩ সালের ২৯ জুন তারিখে। মালদ্বীপের বিরোধী দলগুলি সরকারকে টার্গেট করতে ২০২০ সাল থেকে "ইন্ডিয়া আউট" প্রচারণা ব্যবহার করছে।
আরও দেখুনঃ
তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভিডিওটি সম্প্রতির নয় বরং ৭ মাস পুরনো।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পুরনো ভিডিওকে সম্প্রতির ভারত-মালদ্বীপ বিবাদের আবহে শেয়ার করা হচ্ছে।
Title:মালদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ভিডিওটি সম্প্রতির নয়
Written By: Nasim AResult: Missing Context