অবিশ্বাস্য ভিড়ের এই ভিডিওটি বিহারে রাহুল গান্ধীর র‌্যালির নয়

False Political

২০২৫ সালের ১৭ আগস্ট রাহুল গান্ধী বিহারে ‘ভোট অধিকার যাত্রা’ শুরু করেন, যার উদ্দেশ্য ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করা। এই ১৬ দিনের যাত্রায় INDI জোটের নেতারাও অংশ নিচ্ছেন এবং এটি ১ সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে শেষ হবে। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে এক বিশাল জনসমাগম মাঠে জড়ো হয়েছে যা করে সেটিকে কংগ্রেসের চলমান ভোট অধিকার যাত্রার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”’ভোটার অধিকার যাত্রা’ বিহার। রাহুল এভাবে বাংলায় ঢুকলে বিজেপির দখলে থাকা সব কটি আসন কংগ্রেসে ঢুকবে। দক্ষিণবঙ্গে বিজেপি নেই, বাদ দিন।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি এটি বিহারের নয়, মহারাষ্ট্রের একটি পুরনো ভিডিও। ভিডিওটি মহারাষ্ট্রের পেডগাঁও-এ হিন্দকেশরী ময়দানে অনুষ্ঠিত একটি ষাঁড়গাড়ি দৌড় প্রতিযোগিতার দৃশ্য। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই কর‍্যতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘all_about_phaltan’ নামক ইন্সটাগ্রাম পেজে পাওয়া যায়। ২২ জুন, ২০২৫ তারিখে করা এই পোস্টের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে- মহারাষ্ট্রের সাতারা জেলার পেডগাঁও-এর হিন্দকেশরী পেডগাঁও ময়দানে ধারণ করা হয়েছে। 

https://www.instagram.com/reel/DLNb1AzNeen/?utm_source=ig_web_copy_link

অন্য এক ইন্সতা প্রোফাইল maharashtra_king_mathur___1001- থেকেও এই ভিডিওটি ২৮ জুন ২০২৫ তারিখে পোস্ট করে ক্যাপশনে এটি মহারাষ্ট্রের ‘পেডগাঁও হিন্দকেশরী ময়দান’-এ ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। 

https://www.instagram.com/reel/DLbfxjITROb/?utm_source=ig_web_copy_link

আরও স্পষ্টতা আনতে, আমরা ভাইরাল ভিডিওটির সঠিক অবস্থান নির্ধারণের জন্য Google Maps-এর সাহায্যে জিও-লোকেশন বিশ্লেষণ করেছি। ভিডিওতে একটি বিশেষ ধরনের পাহাড় বা উঁচু টিলা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। আমরা সেটি গুগল ম্যাপসে ২০২৫ সালের জুন মাসে ‘হিন্দকেশরী পেডগাঁও ময়দান’, মহারাষ্ট্র থেকে আপলোড হওয়া একটি ছবির সঙ্গে মিলিয়ে দেখি। উভয় ছবিতে একই ধরনের প্রাকৃতিক দৃশ্যপট ও পাহাড়ের অবস্থান মিলে যাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি বিহারের নয়, বরং মহারাষ্ট্রের সাতারা জেলার পেডগাঁও-এ ধারণ করা হয়েছে। 

scrnli_Xu5iBLQD6qNQtQ.png

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে ভিডিওটি পুরনো এবং মহারাষ্ট্রের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার সাথে সম্পর্কিত নয়। এটি মহারাষ্ট্রের একটি পুরনো ভিডিও যা মহারাষ্ট্রের পেডগাঁও-এর হিন্দকেশরী ময়দানে অনুষ্ঠিত একটি ষাঁড়গাড়ি দৌড় প্রতিযোগিতার দৃশ্য। 

Avatar

Title:অবিশ্বাস্য ভিড়ের এই ভিডিওটি বিহারে রাহুল গান্ধীর র‌্যালির নয়

Fact Check By: Nasim Akhtar  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *